ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

রাজধানীতে চারজনের অস্বাভাবিক মৃত্যু

প্রকাশিত: ০২:০৩, ১৮ মার্চ ২০১৮

রাজধানীতে চারজনের অস্বাভাবিক মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীতে পৃর্থকস্থানে এক নারীসহ দু’জন আত্মহত্যা করেছে। খিলগাঁওয়ে ট্রেনের ধাক্কায় এক পথচারীর মৃত্যু হয়েছে। অল্পের জন্য রক্ষা পেলেন তার সঙ্গে থাকা ৭ বছরের শিশু। মিরপুরে নির্মানাধীন বহুতল ভবন থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, ভাটারার কুড়িল কাজী বাড়ি এলাকায় নিজেদের বাড়িতে রুবেল হোসেন (২৬) নামে এক ভাড়িওয়ালা আত্মহত্যা করেছে। খবর পেয়ে রবিবার সকালে পুলিশ ওই বাড়ি থেকে ফ্যানের সঙ্গে গলায় ওড়ঁনা পেচাঁনো অবস্থায় তার ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠায়। ভাটারা থানা সহকারী উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহমান জানান, কুড়িল কাজী বাড়ি এলাকায় নিজেদের বাড়িতে শনিরাতে স্ত্রীর সঙ্গে খাওয়া-দাওয়া করে ঘুমিয়ে পড়েন রুবেল। রবিবার সকালে তার স্ত্রী ঘুম থেকে উঠে দেখতে পান ঘরের ফ্যানের সঙ্গে গলায় পেচাঁনো রুবেলের মরদেহ ঝুলে আছে। ধারনা করা হচ্ছে, পারিবারিক কলহের জের ধরে রুবেল আত্মহত্যা করেছে। এদিকে একইদিন সকালে শান্তিনগর এলাকার একটি বাড়ি থেকে রোজিনা খাতুন (১৪) নামে এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠায়। পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) দুলাল চন্দ্র ভৌমিক জানান, শনিবার মধ্যরাতে শান্তিগরের ওই বাড়ি থেকে ফ্যাঁনের সঙ্গে গলায় ওড়না পেচাঁনো অবস্থায় রোজিনা খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে কি কারনে ওই কিশোরী আত্মহত্যা করেছে। তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে আসল ঘটনা জানা যাবে। নিহতের বাবার নাম জালাল উদ্দিন। ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু ॥ রাজধানীর খিলগাঁওয়ে ট্রেনের ধাক্কায় আব্দুর রশিদ (৪১) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ সময় সঙ্গে থাকা সাত বছরের শিশু অল্পের জন্য রক্ষা পান। নিহত রশিদের বাবার আবুল হোসেন। গ্রামের বাড়ি কুমিলা জেলার ভাংগুরা উপজেলায়। প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার বেলা সাড়ে ১১টার দিকে খিলগাঁওয়ের বাগিচা মসজিদ সংলগ্ন রেললাইন পার হচ্ছিলেন আব্দুর রশিদ ও তার সঙ্গে থাকা সাত বছরের এক শিশু। এ সময় বিমানবন্দর গামী একটি ট্রেন তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুগদা জেনারেল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়। ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন ফারুক মজুমদার জানান, কমলাপুর থেকে বিমানবন্দরগামী একটি ট্রেনে আব্দুর রশিদকে ধাক্কা দেয়। পরে হাসপাতালে নিলে তার মৃত্যু হয়। ওসি জানান, আব্দুর রশিদ চোখের চিকিৎসা করার জন্য ঢাকায় এসে তার এক আত্মীয়ের বাসায় উঠেছিলেন। চোখে কম দেখার কারণে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় তার সঙ্গে সাত বছরের একটি সন্তান ছিল। তবে শিশুটি ভালো আছে। তিনি জানান, নিহত রশিদ একটি ওষধ কোম্পানিতে চাকরি করতেন। পরে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিকেল ৩টার দিকে ঢামেক মর্গে পাঠানো হয়েছে। বহুতল ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু ॥ রাজধানীর মিরপুরে একটি বহুতল ভবনের নির্মানাধীন ভবন থেকে পড়ে সুমন (১৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় দুই শ্রমিক গুরুতর আহত হয়েছে। আহতরা হচ্ছেন, মামুন (১৯) ও সাদেক (২৫)। নিহতের সহকর্মী আবু হানিফ জানান, রবিবার সকাল ১০টার দিকে মিরপুর ১৩ নম্বর সেকশনের নতুন বাজার বৌদ্ধমন্দির সংলগ্ন ‘রাকিন সিটি’র নির্মাণাধীন ১৪ তলার ভবনের বাইরের অংশে কাজ করছিলেন সুমন, মামুন ও সাদেক। হঠাৎ মাচান ছিঁড়ে নিচে পড়ে যায় সুমন ও মামুন। অপর শ্রমিক সাদেক পাশের একটি রড ধরে ফেলায় বড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে যান তিনি। পরে তাদের উদ্ধার করে সকাল সাড়ে ১১টার দিকে ঢামেক হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক সুমনকে মৃত্যু ঘোষণা করেন। আহত মামুন ও সাদেককে হাসপাতালে ভর্তি করা হয়। নিহত সুমন ও আহতদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের নরেন্দ্র গ্রামে। তিনি জানান, তারা মিরপুর-১৩ এর নতুন বাজার নামক এলাকায় ভাড়া থাকেন।
×