ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সেভিয়ার মাঠে ম্যানইউর গোলশুন্য ড্র

প্রকাশিত: ২০:৩২, ২২ ফেব্রুয়ারি ২০১৮

সেভিয়ার মাঠে ম্যানইউর গোলশুন্য ড্র

অনলাইন ডেস্ক ॥ চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে বুধবার রাতে সেভিয়ার মাঠ থেকে গোলশুন্য ড্র নিয়ে ফিরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। আগামী মাসে ওল্ড ট্রাফোর্ডে ফিরতি লেগে মুখোমুখি হবে দুই দল। লা লিগায় পঞ্চম স্থানে থাকা সেভিয়া ঘরের মাঠে বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল। আক্রমণও করেছে তারা বেশি। তবে ম্যানচেস্টার ইউনাইটেডের গোলরক্ষক ডেভিড ডি গিয়া দেয়াল হয়ে দাঁড়ানোয় গোলের দেখা পায়নি ভিনসেনজো মনটেলার শিষ্যরা। এস্তাদিও রামোন সানচেজ পিজজুয়ানে অবশ্য সেভিয়ার রেকর্ড যে কোনো প্রতিপক্ষের জন্যই ভয় জাগানোর মত। ২০১৬ সালের নভেম্বরের পর এই মাঠে মাত্র একবারই হেরেছে মনটেলার দল। এই মাঠে স্বাগতিকদের জন্য দর্শকদের সমর্থনটাই আলাদা। ম্যাচের আগে ফ্লাডলাইটের ফ্ল্যাশ অন অফের মধ্যে তারা ক্লাবের সংগীত গেয়ে দলকে উদ্বুদ্ধ করার কাজটি করে থাকেন। এই সমর্থনের মধ্যে ম্যাচের চতুর্থ মিনিটেই এগিয়ে যেতে পারতো সেভিয়া। লুইস মুরেলের দূর থেকে নেয়া উচ্চাভিলাষী এক শট দারুণ দক্ষতায় ফিরিয়ে দেন স্প্যানিশ গোলরক্ষক ডি গিয়া। এর ১১ মিনিট পর ম্যানচেস্টার সিটির সাবেক উইঙ্গার জেসাস নাভাসের একই দূরত্ব থেকে নেয়া আরেকটি শট একটুর জন্য জাল পায়নি। দ্বিতীয়ার্ধেও বল দখলে অনেকটা এগিয়ে ছিল সেভিয়া। কয়েকটি লক্ষ্যভ্রষ্ট শট নিয়েছে, কয়েকটি আবার ঠেকিয়েছেন ডি গিয়া। এর মধ্যে একবার বল জালে জড়িয়েছিল ম্যানইউ। তবে রোমেলা লুকাকো হ্যান্ডবল হওয়ার পর সেটিতে গোল করেন বলে তা বাতিল হয়ে যায়। শেষ পর্যন্ত গোলশুন্য ড্রয়েই শেষ হয় ম্যাচটি। চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর আরেক ম্যাচে ইতালিয়ান ক্লাব রোমার বিপক্ষে প্রথমে পিছিয়ে পড়েও শেষপর্যন্ত ২-১ গোলে জিতেছে শাখতার দোনেৎস্ক।
×