ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিএনপি নির্বাচনে না এলে কিছুই করার নেই: শেখ হাসিনা

প্রকাশিত: ০০:৪৯, ১৯ ফেব্রুয়ারি ২০১৮

বিএনপি নির্বাচনে না এলে কিছুই করার নেই: শেখ হাসিনা

অনলাইন রিপোর্টার ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি নির্বাচনে অংশ না নিলে আমাদের কিছুই করার নেই। গতবারও তারা নির্বাচন করেনি। তবে এবারও নির্বাচন সময় মতই হবে। প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবনে সোমবার বিকেলে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন। বিএনপি-জামায়াতের সমালোচনা করে শেখ হাসিনা বলেন, ২০১৪ সালে নির্বাচন ঠেকানোর নামে তারা আগুন দিয়ে মানুষ পুড়িয়ে পুড়িয়ে হত্যা করেছে। গাড়িতে পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করেছে। ২০১৩-১৫ পর্যন্ত তারা পাঁচশর মতো মানুষকে পুড়িয়ে হত্যা করেছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দুর্নীতি মামলার রায় প্রসঙ্গে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, এতিমের টাকা মেরে খেলে আদালতও শাস্তি দেয়, আল্লাহর তরফ থেকেও দেওয়া হয়। আমাদের তো কিছু করার নাই। রায়টা তো আমি দিইনি, রায় দিয়েছে কোর্ট। মামলাটা করেছে ফখরুদ্দীন-মইনুদ্দীন সরকার। ফখরুদ্দীনকে তারা গভর্নর করেছিল। নয়জনকে ডিঙ্গিয়ে মইন উ আহমেদকে সেনাপ্রধান করেছিল। আর ইয়াজউদ্দীন তো তাদের ছিলই। মামলাটা তারা দিয়েছে। এই মামলাটা ১০ বছর চলেছে। এই মামলায় তিন বার জজ পরিবর্তন হয়েছে, সময় চেয়েছে ১০৯ বার। বহু টালবাহানা আপনারা দেখেছেন। ২৬১ দিনের মতো তারিখ পড়ল। আপিল বিভাগে ২২ বার রিট করা হয়েছিল। এত কিছুর পর তিনি মাত্র ৪৩ দিন কোর্টে হাজির হয়েছিলেন। শেখ হাসিনা বলেন, অনেকে আছে ভাগ্যবতী, কেবল নিতেই পারে, আবার কেউ দিতেই পারে। আমরা দুই বোন, আমাদের একটা মাত্র বাড়ি। আমার আব্বা সারাজীবন জনগণের জন্য কাজ করেছেন, ওই বাড়িটি তাই জনগণের জন্য দিয়ে দিয়েছি। আমরা ট্রাস্ট করে ১৭০০ থেকে ১৮০০ জনকে সহায়তা করি। আমরা এটা নিয়ে খুব একটা প্রচারও করি না। আর কেউ যদি এতিমের টাকার মায়া ত্যাগ করতে না পারে, তা নিয়ে আমার কিছু বলার নেই। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অবর্তমানে তারেক রহমানকে দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন করা প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, বিএনপিতে ভারপ্রাপ্ত চেয়ারপারসন করার মতো একজন নেতাও কি পাওয়া গেল না! বিএনপির নেতৃত্বে কী এতই দৈন্যদশা! দলের চেয়ারপাসনের কি দেশের কোনো নেতার প্রতি ভরসা নেই? দেশে কাউকেই পাওয়া গেল না, অথচ বিদেশে থাকা পলাতক একজন আসামীকে চেয়ারপারসন করতে হলো। দেশে থাকা একজন নেতারও কি চেয়ারপারসন হওয়া যোগ্যতা নেই? ১/১১ সরকারের সময় গ্রেফতার হওয়ার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, আমি তখন গ্রেফতার হওয়ার পরপরই জিল্লুর রহমানকে দলের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দিয়েছি। আমার আত্মীয়-স্বজনদের মধ্যে কাউকেই এ দায়িত্ব দেইনি। যোগ্যতা অনুযায়ীই দায়িত্ব দেওয়া হয়েছে। সাম্প্রতিক সময়ে প্রশ্নফাঁস নিয়ে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, প্রশ্নফাঁসে কে জড়িত, তার নাম বলুন, ব্যবস্থা নেব। মন্ত্রী আর সচিব গিয়ে তো প্রশ্নফাঁস করেনি, তাদের কেন সরে যেতে হবে, যারা করেছে তাদের ধরিয়ে দেন, ব্যবস্থা নেব। প্রশ্ন ফাঁস নতুন কিছু না, কখনও প্রচার হয়, কখনও প্রচার হয় না- মন্তব্য করে শেখ হাসিনা বলেন, পরীক্ষা শুরুর ২০ মিনিট আগে প্রশ্ন দেয়া হয়, এটা তো জানা কথা। এখন সবার হাতে ফোন, কেউ ছবি তুলে দিতে পারে। ২০ মিনিট আগে প্রশ্ন ফাঁস হলে আপনি কি করবেন? আর আমাদের এখানে এত ট্যালেন্টেড কে আছে, আধা ঘণ্টা আগে, ২০ মিনিট আগে ওই প্রশ্ন অনুযায়ী বই খুলে উত্তর মুখস্থ করে খাতায় লিখবে? রোহিঙ্গাদের আবাসস্থল নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রোহিঙ্গারা এখন বালুখালীতে আছে। আমরা চাচ্ছি এদের একটা অস্থায়ী ক্যাম্প করে রাখতে। রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেওয়ার আগে তাদের থাকার জন্য ভাসানচরে ব্যবস্থা করে দেওয়া হবে। প্রথমে এক লাখ মানুষের বসবাসের ব্যবস্থা করা হবে। মিয়ানমার রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রে নানা টালবাহানা করেছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, তারা আট হাজারের কথা বলেছে, আমরা বলছি আট হাজার আগে নিক। তারপর আমরা দেখব, তারা এদের সঙ্গে কী ব্যবহার করে। আমরা বলেছি, সমস্যা সৃষ্টি করেছে মিয়ানমার, সমাধান তাদেরই করতে হবে। এখন একটা সমঝোতা হয়েছে। তারা আট হাজার পরিবারের তালিকা তৈরি করতে বলেছে। তালিকা সবই তৈরি হয়ে গেছে। ডিজিটাল নিরাপত্তা আইন অপপ্রয়োগের বিষয় সাংবাদিকদের আশঙ্কার বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে শঙ্কিত হওয়ার কারণ নেই। কেউ কোনো কিছু না করলে অপপ্রয়োগ হবে কেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদ্য সমাপ্ত ইতালি ও ভ্যাটিকান সিটি সফর নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য শেষে তিনটি সুখবর দিয়ে তিনি সাংবাদিকদের প্রশ্ন নেওয়া শুরু করেন। শেখ হাসিনা বলেন, আজ আপনাদের তিনটি সুখবর দেব। প্রথমটি ফোরজি যুগে বাংলাদেশের যাওয়ার সুখবর। একে তথ্য প্রযুক্তিতে ‘মাইলফলক’ অভিহিত করেন শেখ হাসিনা। দ্বিতীয়টি আগামী মার্চের যে কোনো সময় বঙ্গবন্ধু স্যাটেলাইট মহাকাশে যাবে। তৃতীয়টি বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে কার্গো বিমান পরিবহনে নিষেধাজ্ঞা প্রত্যাহার। গত ১১ থেকে ১৪ ফেব্রুয়ারি ইতালি ও ভ্যাটিকান সিটিতে চারদিনের সরকারি সফর করেন প্রধানমন্ত্রী। আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের (ইফাদ) প্রেসিডেন্ট গিলবার্ট এফ হংবো'র আমন্ত্রণে ইফাদের বার্ষিক পরিচালনা পর্ষদের বৈঠকে তিনি অংশগ্রহণ করেন। পোপ ফ্রান্সিসের আমন্ত্রণে ভ্যাটিকান সিটির হলি সি সফর করেন প্রধানমন্ত্রী। সেখানে পোপ ফ্রান্সিস ও ভ্যাটিকান সিটির সেক্রেটারি অব স্টেট কার্ডিনাল পিয়েত্র পারোলিনের সঙ্গেও বৈঠক করেন তিনি।
×