ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

রাজধানীর বাড্ডায় দূর্বৃত্তের গুলিতে আহত যুবকের মৃত্যু

প্রকাশিত: ০২:০১, ১৭ ফেব্রুয়ারি ২০১৮

রাজধানীর বাড্ডায় দূর্বৃত্তের গুলিতে আহত যুবকের মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর মেরুল বাড্ডায় দুর্বৃত্তের গুলিতে এক যুবক খুন হয়েছে। এ ঘটনার পর পুলিশ ঘটনাস্থলের পাশ থেকে অস্ত্রসহ একজন সন্দেহভাজন যুবককে আটক করেছে। বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াজেদ আলী জানান, শনিবার বেলা পৌনে দুইটার দিকে অজ্ঞাত দূর্বৃত্তরা মেরুল বাড্ডায় এলাকায় অজ্ঞাত (৩২) ওই যুবক খুব কাছ থেকে গুলি চালায়। এতে সে গুলিবিদ্ধ মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের ১০৩ নম্বর ওয়ার্ডে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার ৭টার দিকে তার মৃত্যু হয়। ওসি জানান, নিহত যুবকের নাম-পরিচয় জানা যায়নি। তবে স্থানীয়দের মাধ্যমে জানা গেছে, তার নাম বাদশা। তিনি জানান, ঘটনার পর পরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে এক যুবককে অস্ত্রসহ আটক করা হয়। তাকে বাড্ডা থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সে সময় ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডাঃ আলাউদ্দিন সাংবাদিকদের জানান, ধারণা করা হচ্ছে, যুবকটির তুথনি নিচে গুলিটি বেদ করে তা মাথার ভেতরে রয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। ঢামেক পুলিশ ফাঁিড়র এসআই বাচ্চু মিয়া জানান, যুবকটির মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে। আগামীকাল রবিবার তার লাশের ময়নাতদন্ত সম্পন্ন করা হবে।
×