ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

পদ্মা সেতুর দ্বিতীয় স্প্যান গন্তব্যে পৌঁছেছে, বসানো হচ্ছে বৃহস্পতিবার

প্রকাশিত: ০৮:০৫, ২৩ জানুয়ারি ২০১৮

পদ্মা সেতুর দ্বিতীয় স্প্যান গন্তব্যে পৌঁছেছে, বসানো হচ্ছে বৃহস্পতিবার

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ পদ্মা সেতুর দ্বিতীয় স্প্যান (সুপার স্ট্রাকচার) ৭বি সোমবার বিকেল সাড়ে ৫টায় গন্তব্যে পৌঁছেছে। আগের কর্মকাণ্ড পরিচালনার জন্য সামান্য দূরে স্প্যানটি ৩৫ নম্বর খুঁটির কাছে নোঙ্গর করা হয়েছে। একই সঙ্গে ৩৮ ও ৩৯ নম্বর খুঁটিতে এটি স্থাপনের দিনক্ষণ নির্ধারণ করা হয়েছে। সোমবার রাত পৌনে ৯টায় দায়িত্বশীল প্রকৌশলীরা জানান, বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকাল ৯টায় স্প্যানটি স্থাপন করা হবে। সেই লক্ষ্যে এই সংক্রান্ত পূর্বক্ষণের কর্মকাণ্ড পুরোদমে চলছে। মঙ্গল ও বুধবারের কাজের ছক তৈরি করা হয়েছে। সেভাবেই সব প্রস্তুত এখন। প্রায় ৩২ শ’ টন ওজনের স্প্যানটি স্থাপনে নানারকম প্রযুক্তি ব্যবহার করা হবে। নাম প্রকাশ না করার শর্তে এক প্রকৌশলী জানান, ৫ টনের ট্রাকের মালামাল হিসাব করলে, প্রায় ৬শ’ ট্রাকের মালামালের ওজনের সমান এই স্প্যান। সেটিকে খুঁটির ওপর নিয়ে বেয়ারিং বরাবর স্থাপন খুবই সূক্ষ কাজ। সেই কাজটির আগে আরও কিছু প্রক্রিয়া রয়েছে। প্রশিক্ষিত কর্মীরা সেই কাজগুলোই এগিয়ে নিচ্ছে এখন। বৃহস্পতিবার সকালেই ৩৬শ’ টন ধারণ ক্ষমতার ভাসমান ক্রেনের জাহাজ ‘তিয়ান ই’ স্প্যানটি বসিয়ে দেবে খুঁটির ওপর। সেই মহেন্দ্র ক্ষণটির অপেক্ষায় অবস্থান করছে ‘তিয়ান ই’। এর আগে সোমবার সকালে ‘তিয়ান ই’ ১৩ ও ১৪ নম্বর খুঁটির কাছ থেকে রওনা হয়। বিশাল ওজনের এই স্প্যান নিয়ে ধীরে ধীরে প্রায় সোয়া ৩ কিলোমিটার পথ পাড়ি দেয় জাহাজটি। পদ্মা সেতুর দ্বিতীয় স্প্যানটি শনিবার বিকেল সাড়ে ৫টায় ১৩ ও ১৪ নম্বর খুঁটির মাঝামাঝি পৌঁছায়। শনিবার বিকেল সাড়ে ৩টায় কুমারভোগ ইয়ার্ড থেকে রওনা হয়েছিল ‘তিয়ান ই’। কিন্তু ১৭ নম্বর খুঁটিতে পাইল ড্রাইভ চলমান থাকায় রবিবার স্প্যানবাহী জাহাজটি বসিয়ে রাখা হয়েছিল। সাড়ে ৩ হাজার কিলোজুল ক্ষমতার হ্যামারটি এই পাইল স্থাপন করছিল। পাইল স্থাপন শেষে হ্যামারের ভাড়ি ক্র্যান সরিয়ে নেয়ার পর নৌপথটি ব্যবহারের উপযোগী হয়। মঙ্গলবার জাহাজটি রওনা হয় গন্তব্যে। দাযিত্বশীল প্রকৌশলীরা জানান, ঘন কুয়াশা ও নাব্য সঙ্কটসহ নানা কারণে স্প্যানটি পৌঁছাতে বিলম্ব হলো, যা নতুন কিছু অভিজ্ঞতা যুক্ত করেছে অন্য স্প্যান ব্যবহারের জন্য। তবে কয়েক দিনের মধ্যেই তৃতীয় স্প্যান ৭সি স্থাপন করা হবে। সেই প্রক্রিয়াও চলমান রয়েছে। একই সঙ্গে পদ্মার নাব্য সঙ্কটরোধে ড্রেজিংও চলবে। গত ৩০ সেপ্টেম্বর প্রথম স্প্যানটি স্থাপন করা হয়। ৩ মাস ২৫ দিন পর দ্বিতীয় স্প্যানটি স্থাপন হতে যাচ্ছে। নানা কারণে এবার এই বিলম্ব হলেও পরবর্তী এই বিলম্ব আর হচ্ছে না। খুব দ্রুততম সময়ের মধ্যেই এখন থেকে প্রতিমাসে একাধিক স্প্যান বসবে বলে জানিয়েছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ।
×