ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাষ্ট্রপতি নির্বাচন

তারিখ জানালেন আইনমন্ত্রী, মুখে কুলুপ ইসির

প্রকাশিত: ০৭:১৯, ২৩ জানুয়ারি ২০১৮

তারিখ জানালেন আইনমন্ত্রী, মুখে কুলুপ ইসির

বিডিনিউজ ॥ রাষ্ট্রপতি নির্বাচনের দিন আইনমন্ত্রী আনিসুল হক জানিয়ে দেয়ার পর মুখে কুলুপ এঁটেছে নির্বাচন কমিশন। সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের দায়িত্ব ইসির। মোঃ আবদুল হামিদের মেয়াদ শেষ হয়ে আসায় ২৪ জানুয়ারি শুরু হচ্ছে এই নির্বাচনের ক্ষণ গণনা; এ লক্ষ্যে নির্বাচন কমিশন প্রস্তুতিও শুরু করেছে। এ নির্বাচন সামনে রেখে বৃহস্পতিবার নির্বাচন কমিশনের বৈঠক ডাকা হয়েছে বলেও ইসির ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ জানিয়েছিলেন। তিনি সোমবার সন্ধ্যায় বলেন, ‘২৫ জানুয়ারি কমিশন বৈঠক হবে। পরবর্তী করণীয় সম্পর্কে সেখানেই সিদ্ধান্ত হবে।’ এর মধ্যেই রাতে আইনমন্ত্রী আনিসুল হক ১৯ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণের দিন ঠিক হওয়ার কথা গণমাধ্যমকে জানান। তিনি রাতে বলেন, ‘১৯ ফেব্রুয়ারি ভোট গ্রহণ হবে বলে আমি ইসির কাছ থেকে জানতে পেরেছি।’ তফসিল ঘোষণার আগে আইনমন্ত্রী দিন জানিয়ে দেয়ায় তা নিয়ে রাতে আর ইসির কেউ মুখ খুলতে চাননি। প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাকে বেশ কয়েকবার ফোন করা হলেও তিনি তা ধরেননি। নির্বাচন কমিশনের ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদের মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বলেন, ‘আমি এ বিষয়ে কিছুই জানি না। ভোটের তারিখ নিয়েও আমার কিছু জানা নেই। আমার সামনে কমিশনে রাষ্ট্রপতি নির্বাচনের (১৯ তারিখ) এরকম কিছু আলোচনাও হয়নি।’ নাম প্রকাশে অনিচ্ছুক একজন নির্বাচন কমিশনার বলেন, ‘২৫ জানুয়ারি কমিশন সভা রয়েছে, তাতেই রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনা হবে। তাছাড়া ভোটের তারিখ ঠিক করার বিষয়টি সিইসি ও একজন নির্বাচন কমিশনারের বিষয় নয়। সবাই মিলে সিদ্ধান্ত হবে।’ আইনমন্ত্রী কীভাবে রাষ্ট্রপতির ভোটের তারিখ জানালেন, তা নিয়ে প্রশ্ন তোলেন এই নির্বাচন কমিশনার। রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্বও এই ইসির। মোঃ আবদুল হামিদের মেয়াদ শেষ হওয়ায় নতুন করে রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে; এই নির্বাচনে ভোট দেবেন শুধু সংসদ সদস্যরা, ভোটগ্রহণ হবে সংসদে। আর প্রধান নির্বাচন কমিশনার তাতে নির্বাচনী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের ২০তম রাষ্ট্রপ্রধান হিসেবে শপথ নেন মোঃ আবদুল হামিদ। স্বাধীনতার পর থেকে ১৯ মেয়াদে এ পর্যন্ত ১৬ জন রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন। সেই হিসেবে মোঃ আবদুল হামিদ এই পদে সপ্তদশ ব্যক্তি। বাংলাদেশের আইনে এক ব্যক্তি সর্বোচ্চ দুই মেয়াদে রাষ্ট্রপ্রধানের দায়িত্বে থাকতে পারবেন।
×