ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সংসদে স্থানীয় সরকারমন্ত্রী

ভূগর্ভস্থ পানির স্তর ১০ মিটার নিচে নেমে গেছে

প্রকাশিত: ০৫:৪১, ২৩ জানুয়ারি ২০১৮

ভূগর্ভস্থ পানির স্তর ১০ মিটার নিচে নেমে গেছে

সংসদ রিপোর্টার ॥ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন জানিয়েছেন, সুপেয় পানি ও কৃষি কাজে ভূ-গর্ভস্থ পানির ওপর অধিকহারে নির্ভরশীলতার কারণে ভূ-গর্ভস্থ পানির স্তর তিন থেকে দশ মিটার নিচে নেমে গেছে। ফলে শুষ্ক মৌসুমে নলকূপে পর্যাপ্ত পরিমাণ পানি পাওয়া যায় না। সোমবার জাতীয় সংসদে নওগা-৩ আসনের সাংসদ মোঃ ছলিম উদ্দিন তরফদারের এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। মন্ত্রী জানান, পানি না পাওয়ার অবস্থা থেকে উত্তরণের জন্য সরকার ৩৭৫ কোটি টাকা ব্যয়ে পানি সংরক্ষণ ও নিরাপদ পানি সরবরাহের লক্ষ্যে জেলা পরিষদের পুকুর, দীঘি ও অন্যান্য জলাশয়গুলো ‘পুনঃখনন’ শীর্ষক একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। এ প্রকল্পের আওতায় সারাদেশে ৮০৯টি পুকুর পুনঃখনন করা হচ্ছে। এ ছাড়া আরও ১৪৩টি পুকুর পুনঃখনন ও ২০০টি নতুন পুকুর খনন করা হচ্ছে। এ ছাড়া সারাদেশের বিভিন্ন এলাকায় গভীর নলকূপ স্থাপন করে সুপেয় পানির ব্যবস্থা করা হচ্ছে। এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, দক্ষিণাঞ্চলের মানুষকে লবণাক্ত পানি থেকে রক্ষা করে সুপেয় পানি সরবরাহ করতে তিন হাজার কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। এ প্রকল্পের মাধ্যমে মানুষকে সুপেয় পানি সরবরাহ করার ব্যবস্থা করা হবে। লালমনিরহাট-১ আসনের সাংসদ মোঃ মোতাহার হোসেনের এক প্রশ্নের জবাবে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন সংসদকে জানান স্থানীয় সরকার বিভাগের আওতায় বৃহত্তর রংপুর ও দিনাজপুর জেলার গ্রামীণ যোগাযোগ ও অন্যান্য অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় তিস্তা দ্বিতীয় সড়ক সেতু নির্মাণ কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। মহিলা আসন-৩০ এর সাংসদ ফজিলাতুন নেসা বাপ্পির এক প্রশ্নের জবাবে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় ৩৭টি ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় ৫৩টি পাবলিক টয়লেট রয়েছে। এ ছাড়া ঢাকা উত্তর সিটিতে ৭৩টি এবং দক্ষিণ সিটিতে আরও ১৫টি পাবলিক টয়লেট নির্মাণের পরিকল্পনা রয়েছে। দেশে ভোটার ১০ কোটি ৪০ লাখ ॥ এ বছর দুই জানুয়ারি প্রকাশিত খসড়া ভোটার তালিকা অনুযায়ী দেশে মোট ভোটার সংখ্যা দশ কোটি ৪০ লাখ ৫১ হাজার ৮৮৩। এর মধ্যে নতুন ভোটার ৩৩ লাখ ৩২ হাজার ৫৯৩জন। ফেনী-২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারীর এক লিখিত প্রশ্নের জবাবে সংসদ কার্যে নির্বাচন কমিশন সচিবালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী আনিসুল হক এ তথ্য জানান। প্রতি উপজেলায় মিনি স্টেডিয়াম ॥ শেরপুর-১ আসনের সাংসদ আতিউর রহমান আতিকের এক সম্পূরক প্রশ্নের জবাবে যুব ও ক্রীড়া মন্ত্রী বীরেন শিকদার সংসদকে জানান, এ সরকারের সময়েই খেলাধুলার মান উন্নয়ন করতে সারাদেশের প্রতিটি উপজেলায় একটি করে মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে। ইতোমধ্যেই ১৩১টি মিনি স্টেডিয়ামের নির্মাণ কাজ শেষ হয়েছে। দ্বিতীয় পর্যায়ে বাকিগুলো হবে। তিনি আরও বলেন, বর্তমানে প্রাথমিক স্কুল পর্যায়ে আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্ট চলছে। ফুটবলের মান উন্নয়ন ও বিশ্ব র‌্যাংকিংয়ে উন্নত করতে মাধ্যমিক ও কলেজ পর্যায়ে টুর্নামেন্ট আয়োজনে প্রকল্প গ্রহণ করা হয়েছে। শীঘ্রই এ প্রকল্প চালু করা হবে। ঝিনাইদহ-৪ আসনের সাংসদ মোঃ আনোয়ারুল আজিমের এক প্রশ্নের জবাবে যুব ও ক্রীড়া মন্ত্রী জানান, সরকার দেশের যুব সমাজকে জনশক্তিতে রূপান্তরের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচী গ্রহণ ও বাস্তবায়ন করা হচ্ছে।
×