ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

৩১ জানুয়ারি রাজধানীতে আন্তর্জাতিক গার্মেন্টস শিল্প প্রদর্শনী শুরু

প্রকাশিত: ০৫:২৮, ২৩ জানুয়ারি ২০১৮

৩১ জানুয়ারি রাজধানীতে আন্তর্জাতিক গার্মেন্টস শিল্প প্রদর্শনী শুরু

স্টাফ রিপোর্টার ॥ গার্মেন্টস শিল্প নিয়ে আন্তর্জাতিক প্রদর্শনীর আয়োজন করেছে সেমস গ্লোবাল। আগামী ৩১ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি বসুন্ধরা কনভেনশন সিটিতে বিশে^র বাংলাদেশসহ ২১টি দেশের ৩৫০টি প্রতিষ্ঠান এই আন্তর্জাতিক প্রদর্শনীতে অংশ নিচ্ছে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন সেমস গ্লোবালের কর্মকর্তারা। সোমবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এক সাংবাদ সম্মেলনে প্রদর্শনীর বিস্তারিত তথ্য তুলে ধরেন সেমস বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন ইসলাম। তিনি বলেন, আন্তর্জাতিক আয়োজক সংস্থা সেমস গ্লোবাল ইউএসএ ও সিসিপিআইটি টেক্স চায়না যৌথভাবে আয়োজন করছে ‘১৩তম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন এ্যান্ড ফেব্রিক শো ২০১৮- উইন্টার এডিশন ’ এবং কনকারেন্ট এক্সিবিশন হিসেবে আয়োজন করা হয়েছে ‘৩০তম ডাইক্যাম বাংলাদেশ এক্সপো ২০১৮-উইন্টার এডিশন’, ‘ ২য় ঢাকা ইন্টারন্যাশনাল ডেনিম শো ২০১৮- উইন্টার এডিশন’। সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রদর্শনীতে থাকছে সকল প্রকার সুতা, ডেনিম, নিটেড ফেব্রিক্স, ফ্লিস, ইয়ার্ন এ্যান্ড ফাইবার, আর্টিফিসিয়াল লেদার, এমব্রয়ডারি, বাটন, জিপার, লিনেন ব্লেন্ডসহ এ্যাপারেল পণ্যের বিশাল সমাহার। প্রদর্শনীটি গার্মেন্টস ইন্ডাস্ট্রির ভোক্তা, উদ্যোক্তা, আমদানিকারক ও সরবরাহকারী সকলের জন্য ওয়ান স্টপ প্লাটফর্ম হিসেবে কাজ করবে। গত বছর এই প্রদর্শনীতে ১২ টি দেশের ২৫০টি প্রতিষ্ঠান অংশ নিয়েছিল সে হিসেবে এ বছর অংশগ্রহণকারী দেশ ও প্রতিষ্ঠান দুটোই বেড়েছে বলেও জানানো হয়। ডব্লিউটিও র‌্যাংকিং-এ তৈরি পোশাক রফতানির ক্ষেত্রে বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ; যার প্রায় ৭৫০০ গার্মেন্টস এবং টেক্সটাইল কারখানায় ৭৫% ফেব্রিক আমদানি হয়ে থাকে। ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন এ্যান্ড ফেব্রিক শো বাংলাদেশের গার্মেন্টস শিল্পের ক্রমবর্ধমান চাহিদা পূরণে সহায়ক ভূমিকা পালন করবে। ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন এ্যান্ড ফেব্রিক শো সেমস গ্লোবাল এর ইয়ার্ন এ্যান্ড ফেব্রিক শো সিরিজের একটি অংশ যা ভারত, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, ব্রাজিল এবং বাংলাদেশে অনুষ্ঠিত হয়ে থাকে। উল্লেখ্য, সেমস গ্লোবাল ১৯৯২ সালে প্রতিষ্ঠার পর ২৫ বছরেরও বেশি সময় ধরে দক্ষিণ এবং দক্ষিণ-পূর্ব এশিয়ায় বহুজাতিক প্রদর্শনীর আয়োজক প্রতিষ্ঠান হিসেবে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। বর্তমানে সংস্থাটি বিশ্বের ৭টি দেশে সেমস ইউএসএ, সেমস চায়না, সেমস ইন্ডিয়া, সেমস বাংলাদেশ, সেমস শ্রীলঙ্কা, সেমস ইন্দোনেশিয়া এবং সেমস ব্রাজিল নামে নিজস্ব অফিস পরিচালনা করছে; পাশাপাশি আরও ১০টি দেশে এ্যাসোসিয়েট শাখার মাধ্যমে বছরে ৪০টিরও বেশি আন্তর্জাতিক প্রদর্শনী আয়োজন করছে। সিসিপিআইটি টেক্স ১৯৮৮ সালে চায়না ন্যাশনাল টেক্সটাইল এ্যান্ড এ্যাপারেল কাউন্সিলের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়। টেক্সটাইল এবং এ্যাপারেল ইন্ডাস্ট্রির প্রসার ও আন্তঃযোগাযোগের ক্ষেত্রে সিসিপিআইটি টেক্স অত্যন্ত সফলতার সঙ্গে বিশ্বব্যাপী কাজ করে যাচ্ছে। সেমস গ্লোবাল ইউএসএ-এর সঙ্গে সিসিপিআইটি টেক্স চায়না দ্বিতীয়বারের মতো বাংলাদেশে এক্সিবিশন আয়োজন করছে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, নঈম শরীফ হেড অব মার্কেটিং বাংলাদেশ, আসিফ আরমান ইন্টারন্যাশনাল কো-অর্ডিনেশনসহ অন্যরা। আয়োজকরা জানান, প্রদর্শনীতে ভোক্তা, উদ্যোক্তা, আমদানিকারক ও সরবরাহকারীদের সরাসরি সাক্ষাত এবং আলাপচারিতার সুযোগের মাধ্যমে একটি সেতুবন্ধন গড়ে উঠবে, যা বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। প্রদর্শনীগুলো প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা ৭.৩০ পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে।
×