ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টেক্সট বম্ব ভাইরাস

প্রকাশিত: ০৫:৩২, ২২ জানুয়ারি ২০১৮

টেক্সট বম্ব ভাইরাস

নতুন এক ধরনের ভাইরাসের আক্রমণ শুরু হয়েছে আইফোনে। এটি ফোনের সব তথ্য মুছে ফেলে ও স্বয়ংক্রিয়ভাবে ডিভাইসটিকে রিস্টার্ট করে থাকে। এই ভাইরাসটির নাম টেক্সট বম্ব। তবে কেবল আইফোন নয়, ম্যাকবুকেও এ ভাইরাসটি আক্রমণ করছে বলে জানা গেছে। এ ভাইরাস ছড়ায় একটি টেক্সট মেসেজের মাধ্যমে। এ ধরনের মেসেজে একটি লিংক সংযুক্ত করে দেয়া হয়। লিংকটি যখনই কোনও ব্যবহারকারীর ডিভাইসে পৌঁছায়, তখন থেকেই স্বয়ংক্রিয়ভাবে সক্রিয় হয়ে ওঠে। এ জন্য ব্যবহারকারীকে ওই লিংকে ক্লিক করারও প্রয়োজন হয় না। এ বিষয়ে একজন সফটওয়্যার ডেভেলপার বলেন, ব্যবহারকারী ক্লিক না করলেও স্বয়ংক্রিয়ভাবে ভাইরাসটি ছড়িয়ে পড়ে। এটা এ্যাপলের যেকোনও ডিভাইসের সব তথ্য মুছে দিতে পারে, কিংবা ডিভাইসের কর্মক্ষমতা কমিয়ে দিতে পারে। নতুন এ ধরনের ভাইরাসের আক্রমণ সম্পর্কে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি এ্যাপল। তবে এই ভাইরাস ফোনের কোন তথ্য চুরি করে না বলে জানিয়েছেন নিরাপত্তা বিশ্লেষকরা। ফলে এটি নিয়ে খুব বেশি চিন্তিত হওয়ার কিছু নেই। -বিবিসি
×