ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

পদ্মা সেতু

ক্রেনে ত্রুটি ॥ স্প্যান পাঠানো হয়নি, যাবে আজ

প্রকাশিত: ০৮:০৭, ২০ জানুয়ারি ২০১৮

ক্রেনে ত্রুটি ॥ স্প্যান পাঠানো হয়নি, যাবে আজ

মীর নাসিরউদ্দিন উজ্জ্বল, মাওয়া থেকে ফিরে ॥ পদ্মা সেতুর স্প্যান (সুপার স্ট্রাকচার) বহনকারী ক্রেন ত্রুটির কারণে জাজিরা রওনা হতে পারেনি ভাসমান ক্রেনের জাহাজটি। শুক্রবার সকাল নয়টার দিকে মুন্সীগঞ্জে মাওয়ার কুমারভোগ স্টক ইয়ার্ড থেকে স্প্যানটি নিয়ে এই জাহাজের রওনা হওয়ার কথা ছিল। প্রকৌশলীরা জানিয়েছেন, বিশ্বের সবচেয়ে বেশি ক্ষমতার (তিন হাজার ৬০০ টন ওজন ধারণ ক্ষমতা) জাহাজটি স্প্যান তুলে নেয়। কিন্তু ১৫০ মিটার দৈর্ঘের তিন হাজার ১৪০ টন ওজনের স্প্যানটি ক্রেনের বিভিন্ন সরঞ্জামে আটকানোর পর দুলতে থাকে। তাই দুর্ঘটনা এড়ানোর লক্ষ্যে ভারসাম্য সঠিক করার লক্ষ্যে শুক্রবার স্প্যানটি পাঠানোর প্রক্রিয়া স্থগিত করা হয়েছে। পদ্মা সেতু প্রকল্পের উপসহকারী প্রকৌশলী হুমায়ুন কবির জানান, ক্রেনটির ব্যালেন্সিং সমস্যা দেখা দেয়ায় স্প্যানটি বিভিন্ন সরঞ্জামের আটকানোর পর একটু ওপরে ওঠানোর পর দুলতে থাকে। বৃহস্পতিবার রাত থেকেই এ সমস্যা দেখা দেয়। ভারসাম্য সমান না থাকলে এবং দোদুল্যমান অবস্থায় নিয়ে যাওয়া বিপজ্জনক। এ কারণে শুক্রবার স্প্যানটি পিয়ার স্থানে পাঠানোর সিদ্ধান্ত স্থগিত করা হয়। সৃষ্ট সমস্যা সমাধানের পর ক্লিয়ারেন্স দেয়া হলেই আজ ২০ জানুয়ারি জাজিরার উদ্দেশে স্প্যানটি নিয়ে ভাসমান ক্রেনটি মাওয়া প্রান্ত থেকে রওনা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন এ প্রকৌশলী। পদ্মা সেতুর সুপার স্ট্রাকচারবাহী ‘তিয়ান ই হাউ’ ভাসমান ক্রেন জাহাজ ইতোপূর্বে গত ৩০ সেপ্টেম্বর প্রায়ই একই রকমের ওজনের স্প্যান বহন করেছে। তবে এটি জটিল কিছু নয়, দ্রুত সমাধান সম্ভব। ওয়ার্কশপ ইয়ার্ড থেকে প্রায় চার কিলোমিটার পথ পাড়ি দিয়ে গন্তব্যে পৌঁছবে। গত রবিবার সন্ধ্যায় জাহাজটি প্রায় তিন হাজার দুই শ’ টন ওজনের ৭-বি নম্বর স্প্যানটি প্রথমে সেতুর ২৩ নম্বর খুঁটির কাছাকাছি নোঙ্গর করার কথা রয়েছে। পর দিন সকালে রওনা হয়ে আরও প্রায় দুই কিলোমিটার দূরের ৩৮ নম্বর পিয়ারের কাছে পৌঁছবে। প্রথমে এটি বেয়ারিংয়ে বসানো হবে। পরে স্থায়ীভাবে স্থাপন করা হবে। ভাসমান ক্রেনের ‘তিয়ান ই হাউ’ জাহাজটি যাতে নির্বিঘেœ যেতে পারে সেই লক্ষ্যে পদ্মার নির্দিষ্ট পথে নদীর গভীরতার ব্যাপারেও সতর্ক রয়েছে। প্রয়োজনীয় ড্রেজিং অব্যাহত রয়েছে। ধূসর রংয়ের ১৫০ মিটার দীর্ঘ সেতুর এই স্প্যান জাহাজে করে টেনে নেয়ার দৃশ্য দেখার জন্য কৌতূহলী মানুষের ভিড় শুরু হয়েছে। স্প্যানটি জাহাজে তোলা অবস্থার দৃশ্য দূর থেকেই অবলোকন করে আনন্দে উদ্বেল পদ্মা তীরের মানুষ। স্প্যানের মাঝ বরাবর নিচের লেনে চলবে ট্রেন। ওপরে কংক্রিটের চার লেনের সড়কে চলবে গাড়ি।
×