ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

পঞ্চম ওয়ানডেতেও পরাজয় পাকিস্তানের

প্রকাশিত: ২০:৪৫, ১৯ জানুয়ারি ২০১৮

পঞ্চম ওয়ানডেতেও পরাজয় পাকিস্তানের

অনলাইন রিপোর্টার ॥ নিউজিল্যান্ডে অনুষ্ঠিত পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের আজকে ওয়েলিংটনে পঞ্চম ম্যাচেও হেরেছে পাকিস্তান। ফলে নিউজিল্যান্ডের বিপক্ষে হোয়াইওয়াশের লজ্জায় ডুবল দলটি। ওয়েলিংটনে টস জিতে ব্যাট করতে নেমে স্বাগতিক নিউজিল্যান্ডকে দুর্দান্ত সূচনা এনে দেন দুই ওপেনার গ্যাপটিল ও মুনরো। মাত্র ৫ ওভারে তুলেন ৫০ রান। তবে এরপরই সাজঘরে ফেরেন ২৪ বলে ৩৪ রান করা মুনরো। অধিনায়ক কেন উইলিয়ামসকে সঙ্গে নিয়ে ৪৯ রানের আরেকটি জুটি গড়েন গ্যাপটিল। তবে ২২ করে সাজঘরে ফিরে যান উইলিয়ামসন। তৃতীয় উইকেটে টেলরকে সঙ্গে নিয়ে ১১২ রানের জুটি গড়েন গ্যাপটিল। দেখা পান ক্যারিয়ারের ১৪তম সেঞ্চুরি। তবে এরপর আর উইকেটে থাকা হয়নি এই ওপেনারের। রুম্মান রেসের বলে সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে আসে ১০০ রান। গ্যাপটিলের বিদায়ের পর খুব বেশি সময় উইকেটে থাকতে পারেননি টেলর। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে আসে ৫৯ রান। শেষ দিকে গ্র্যান্ডহোম ২৯ ও সাউদি ১৪ রান করলে ২৭১ রানের সংগ্রহ পায় কিউইরা। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৩১ রানেই ৩ উইকেট হারায় পাকিস্তান। তিন ব্যাটসম্যান ফখর জামান (১২), উমর আমিন (২) ও বাবর আজম (১০) ফেরেন ম্যাট হেনরির বলে। দ্রুত বিদায় নেন মোহাম্মদ হাফিজ (৬) ও সরফরাজও (৩)। ষষ্ঠ উইকেটে শাদাব খান ও হ্যারিস সোহেল ১০৫ রানের জুটি গড়ে বিপর্যয় থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। তবে ৬৩ রান করে হ্যারিস সোহেল ও ৫২ করে শাব খান সাজঘরে ফিরলে বড় হারের শঙ্কায় পড়ে দলটি। শেষ দিকে ফাহিম আশরাফ (২৩), আমির ইয়ামিন (৩২) ও মোহাম্মদ নেওয়াজের (২৩) ঝড়ো ব্যাটিং পরাজয়ের ব্যবধানটাই শুধু কমিয়েছে। ম্যাচ সেরা ও সিরিজ সেরা নির্বাচিত হয়েছেন কিউই ওপেনার মার্টিন গাপটিল।আর অ্যাঞ্জেলো ম্যাথিউস তো বরাবরই ব্যাটে বলে প্রতিপক্ষের ত্রাস। চোটের কারণে ইদানীং বোলিংটা করছেন না। চোট না থাকলে এই অলরাউন্ডার বিশ্বসেরা হতে পারতেন, এমনটাই মত মাশরাফির, 'ম্যাথিউসের ক্যারিয়ারটা ইনজুরির কারণে ক্ষতিগ্রস্থ হয়েছে। না হয়, এই লঙ্কান বিশ্বের সেরা অলরাউন্ডার হতে পারতেন এবং আমি মনে করি, হবার সব যোগ্যতা তার আছে। এখন অবশ্য ইনজুরির কারণে হয়তো বোলিংটা সেভাবে করতে পারছেন না। তবে আমি বিশ্বাস করি, তার ব্যাট ও বলের সামর্থ্য অনেক।' বিপিএলে এবার রংপুর রাইডার্সে একসঙ্গেই খেলেছেন মাশরাফি আর থিসারা পেরেরা। এই অলরাউন্ডার কতটা ভয়ংকর হতে পারেন, সেটা ভালো করেই জানা মাশরাফির। টাইগার দলপতি তার সম্পর্কে বলেন, 'থিসারা পেরেরাকে আমি খুব কাছ থেকেই দেখেছি। সে নিয়মিতই ছয়/সাত নাম্বারে নেমে দলকে ভালো সার্ভিস দিচ্ছে। কাজেই আমাদের আত্মতুষ্টিতে ভোগার কিছু নেই। আমরা নিজেদের সামর্থ্যের সর্বোচ্চটার প্রয়োগ ঘটাতে চাই মাঠে। সেটাই মূল লক্ষ্য।'
×