ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ঢাবি অধিভুক্তি আন্দোলনরত শিক্ষার্থী লাঞ্চিত

প্রকাশিত: ০৪:০৯, ১৫ জানুয়ারি ২০১৮

ঢাবি অধিভুক্তি আন্দোলনরত শিক্ষার্থী লাঞ্চিত

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ সরকারি সাত কলেজের অধিভুক্তি বাতিল দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের অন্যতম সমন্বয়ক মশিউর রহমান সাদিককে টেনেহিচড়ে ভিসির কক্ষে নিয়ে হেনস্তা করেছেন বঙ্গবন্ধু হলের সাধারণ সম্পাদক আল আমিন রহমান। সোমবার ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন, ঢাবি ছাত্রলীগে সভাপতি আবিদ আল হাসান ও সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্সের উপস্থিতিতে ভিসির কক্ষে এ ঘটনা ঘটে। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে ছাত্রীদের গায়ে হাত তোলার অভিযোগ তার বিরুদ্ধে। আল আমিন ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনের অনুসারী। প্রত্যক্ষদর্শীসূত্রে জানা গেছে, সোমবার সরকারী সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবীতে তৃতীয় দিনের মতো বিক্ষোভ কালে ওই শিক্ষার্থীকে অবস্থান কর্মসূচি থেকে আল আমিন ও তার অনুসারীরা মুখ চেপে ধরে মারতে মারতে ভিসি কক্ষে নিয়ে বিভিন্ন ধরনের টর্চার করেন। তবে মারধরের বিষয়টি অস্বীকার করেন আল আমিন। তিনি বলেন, ‘মারধরের কোন ঘটনা ঘটেনি। তাকে ভিসি স্যারের কাছে ডেকে নিয়েছি।’ উল্লেখ্য, মারধর করতে করতে টেনেহিচড়ে নিয়ে যাওয়ার একটি ভিডিও সাংবাদিকদের কাছে আছে। নাম প্রকাশে অনিচ্ছুক বঙ্গবন্ধু হলের এক আবাসিক শিক্ষার্থী জানান, বিক্ষোভের এক পর্যায়ে ছাত্রলীগের সবাই বিক্ষোভকারীদের ঘিরে ফেলে ছাত্রদের মারধর ও ছাত্রীদের উত্যক্ত, শ্লীলতাহানি করে। এক পর্যায়ে আন্দোলনের সমন্বয়ক মশিউর রহমান সাদিককে আল আমিন পিছন দিক থেকে ধরে টেনেহিচড়ে উপাচার্যের কক্ষে নিয়ে যায়। এসময় আল আমিন ও তার অনুসারীরা সাদিককে ব্যাপক মারধর করেন। এ বিষয়ে জানতে চাইলে এস এম জাকির হোসাইন জনকণ্ঠকে বলেন, ‘ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের পক্ষেই কথা বলতে গিয়েছিলাম। সেখানে একজন শিক্ষার্থীকে টেনেহিচড়ে নিয়ে যাওয়া ঠিক হয়নি। আমরা বিষয়টি দেখবো।’
×