ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দ্রুত বিচার আইনে মামলা

ময়মনসিংহে যুবলীগ নেতা বন্ধ করল মুক্তিযোদ্ধার নির্মাণ কাজ

প্রকাশিত: ২২:১১, ১৫ জানুয়ারি ২০১৮

ময়মনসিংহে যুবলীগ নেতা বন্ধ করল মুক্তিযোদ্ধার নির্মাণ কাজ

স্টাফ রিপোর্টার,ময়মনসিংহ ॥ শহরের তালতলা এলাকায় যুবলীগের ব্যানারে মুক্তিযোদ্ধা মাহবুবুল হক বাবুল চিশতির নির্মাণাধীন ৬তলা একটি কনভেনশন সেন্টারের কাজ বন্ধ করে দিয়েছে স্থানীয় যুবলীগের নেতা কর্মীরা। অভিযোগ, ময়মনসিংহ মহানগর যুবলীগের আহবায়ক আকুয়া মোড়লপাড়ার শাহীনুর রহমান ও যুবলীগ নেতা খায়রুল আলমের নেতৃত্বে যুবলীগের ৭০/৮০জন নেতা কর্মী তালতলা গিয়ে শ্রমিকদের হুমকি দিয়ে কনভেনশন সেন্টারের নির্মাণ বন্ধ করে দেয়। এসময় নির্মাণাধীন জায়গায় আকুয়া ইউনিয়ন যুবলীগের আহবায়ক খায়রুল আলমের নামে বায়নাসূত্রে এই জমির মালিকানার একটি ব্যানার ঝুলিয়ে দেয়া হয়। খবর পেয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গেলেও সোমবার পর্যন্ত ব্যানার সরাতে পারেনি। গত ১৩ জানুয়ারি শনিবারের এই ঘটনার পর থেকে নির্মাণকাজ বন্ধ রয়েছে। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত ওসি খন্দকার শাকের আহমেদ জানান, এই ঘটনায় রবিবার রাতে ময়মনসিংহ মহানগর যুবলীগ এর আহবায়ক শাহীনুর রহমান যুবলীগ নেতা খায়রুল আলম ও সোহাগসহ এজাহারভুক্ত ৩ জন এবং অজ্ঞাতনামা আরও ৭০/৮০ জনের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। আসামীদের গ্রেফতারে চেষ্টা চলছে বলেও জানায় পুলিশ।
×