ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিশ্ব ইজতেমার প্রথমপর্বের আখেরি মোনাজাত রবিবার ১১টায়

প্রকাশিত: ২২:১৭, ১৩ জানুয়ারি ২০১৮

বিশ্ব ইজতেমার প্রথমপর্বের আখেরি মোনাজাত রবিবার ১১টায়

স্টাফ রির্পোটার ॥ টঙ্গীর তুরাগ নদীর তীরে দেশি-বিদেশি মুসল্লিদের অংশগ্রহণে ৫৩তম বিশ্ব ইজতেমার প্রথমপর্ব দ্বিতীয় দিন চলছে। একই সঙ্গে চলছে বয়ান। আগামী কাল রবিবার সকাল ১১টায় অনুষ্ঠিত হবে আখেরি মোনাজাত । শনিবার দুপুরে পুলিশ কন্ট্রোল রুমের সামনে এ ব্রিফিংয়ে পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, বিশ্ব ইজতেমার মুরব্বিদের সাথে কথা হয়েছে। তারা জানিয়েছেন আগামীকাল রবিবার সকাল ১১টায় আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। তিনি জানান, বিশ্ব ইজতেমায় মোনাজাতে অংশ নেয়া মুসল্লিদের সুবিধার্থে শনিবার দিবাগত রাত ১২টা থেকে ইজতেমা মাঠ সংলগ্ন ঢাকার আব্দুলাহপুর, আশুলিয়ার কামাড়পাড়া, গাজীপুরের ভোগড়া বাইপাস ও টঙ্গীর নিমতলী পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ থাকবে। মুসল্লিদের সুবিধার্থে ভোগড়া বাইপাস ও নিমতলী থেকে ইজতেমা মাঠ পর্যন্ত ১৫টি সাটল বাস মুসল্লিদের আনা-নেয়ার জন্য চলাচল করবে। এবার আখেরি মোনাজাত পরিচালনা করবেন করেন কাকরাইল মসজিদের ইমাম হাফেজ মোহাম্মদ জোবায়ের। মোনাজাতের আগে হেদায়াতি বয়ান করেন বাংলাদেশের মাওলানা আব্দুল মতিন।
×