ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ইতালির কোচ হতে অস্বীকৃতি ক্যাপেলোর

প্রকাশিত: ১৯:০২, ২৪ ডিসেম্বর ২০১৭

ইতালির কোচ হতে অস্বীকৃতি ক্যাপেলোর

অনলাইন ডেস্ক ॥ ইতালি জাতীয় ফুটবল দলের কোচের দায়িত্ব নিচ্ছেন না ইংল্যান্ডের সাবেক ম্যানেজার ফ্যাবিও ক্যাপেলো। ইতালিতে না গিয়ে চায়নার কাজ করার প্রতি বেশি আগ্রহ প্রকাশ করেছেন অভিজ্ঞ এই কোচ। ইতালিয়ান ক্যাপেলো গত জুনে চাইনিজ সুপার লীগের দল জিয়াংসু সানিংয়ের সাথে চুক্তি সম্পন্ন করেন। এই ক্লাবের সাথে যে সানিং গ্রুপটি জড়িত তারাই সিরি-আ লীগে ইন্টার মিলানকে পরিচালনা করে থাকে। আজ্জুরিদের কোচের পদটি বর্তমানে খালি রয়েছে। সে কারণেই এই পদে ফেবারিটদের তালিকায় ক্যাপেলোর নাম বেশ জোড়েসোরেই শোনা যাচ্ছিল। কিন্তু ৭১ বছর বয়সী ক্যাপেলো এই ইঙ্গিতকে উড়িয়ে দিয়ে বলেছেন, আমি এখন চায়নায় আছি, এখানেই থাকতে চাই। বিশ্বকাপের বাছাইপর্ব থেকে ইতালির ছিটকে পড়া নিয়ে দারুণ হতাশ ক্যাপেলো বলেছেন, ‘চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের জন্য এটা খুবই হতাশার। কিন্তু ইতালিয়ান ফুটবলের জন্য এই ঘটনাটা একটা টার্নিং পয়েন্ট। এখন থেকেই ভিন্ন কিছু চিন্তা করতে হবে। ভিন্ন মেজাজে এগিয়ে যেতে হবে। দীর্ঘদিন ধরে ইতালিয়ান ফুটবলে কোন পরিবর্তন সাধিত হয়নি। কিন্তু এখন এসব নিয়ে ভাবার সময় এসেছে। এখানে শুধুমাত্র একজন মানুষ সিদ্ধান্ত পরিবর্তন করতে পারবেনা। অভিজ্ঞদের দিয়ে পরিকল্পনা সাজাতে হবে, যারা ফুটবল বোঝে। সামগ্রিক ভাবে ফুটবলকে নিয়েই ভাবতে হবে, এখানে ব্যক্তি স্বার্থ দেখলে চলবে না।’ ১৯৯০ সালে এসি মিলনে যোগ দিয়ে ক্যাপেলো ইতালিয়ান এই জায়ন্টাদের সিরি-আ ও চ্যাম্পিয়নস লীগের শিরোপা উপহার দিয়েছিলেন। রিয়াল মাদ্রিদের হয়ে জিতেছেন দুটি লা লিগা শিরোপা, রোমার হয়ে ইতালিয়ান লিগ ও জুভেন্টাসের হয়ে দুই সিরি-আ শিরোপা। তার অধীনে ইংল্যান্ড ২০১০ সালে বিশ্বকাপে শেষ ১৬ নিশ্চিত করেছিল। তিন বছর তিনি রাশিয়া জাতীয় দলকে পরিচালনা করেছেন।
×