ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আইনজীবীকে সাজা

ব্যাখ্যা চেয়ে এসি ল্যান্ডকে হাইকোর্টে তলব

প্রকাশিত: ০৭:৪৩, ১৮ ডিসেম্বর ২০১৭

ব্যাখ্যা চেয়ে এসি ল্যান্ডকে হাইকোর্টে তলব

স্টাফ রিপোর্টার ॥ দিনাজপুরের বীরগঞ্জে এসি ল্যান্ডের কক্ষে বসা নিয়ে বাগবিতন্ডার জের ধরে সিনিয়র এক আইনজীবীকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সাজা দেয়ার ব্যাখ্যা জানাতে হাইকোর্টে তলব করা হয়েছে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর সহকারী কমিশনার (ভূমি) বিরোদা রানী রায়কে। আইনজীবী নিরোদ বিহারী রায়কে সাজা দেয়া কেন আইনবহির্ভূত ঘোষণা করা হবে না; তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত। একই সঙ্গে আগামী ২৭ ডিসেম্বর এসি ল্যান্ডকে আদালতে হাজির হয়ে এ ঘটনার ব্যাখ্যা দিতে বলেছে আদালত। ওই দিন ভুক্তভোগী আইনজীবী নিরোদ বিহারী রায় ও লইয়ার্স ক্লাব বাংলাদেশ ডটকমের সম্পাদক ড. বদরুল হাসান কচিকেও থাকতে বলেছে আদালত। গত ১৪ ডিসেম্বর একটি জাতীয় দৈনিকে প্রকাশিত খবর আদালতের নজরে আনলে রবিবার বিচারপতি মোঃ হাবিবুল গণি ও বিচারপতি কেএম কামরুল কাদেরের বেঞ্চ রুলসহ এ আদেশ দেয়। এর আগে চলতি মাসের শুরুর দিকে লক্ষীপুরের জেলা প্রশাসকের বাস ভবন এলাকার কাকলি শিশু অঙ্গনের (বেসরকারী প্রাথমিক বিদ্যালয়) প্রবেশমুখে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মুর্শিদুল ইসলাম ও সাবেক সিভিল সার্জন সালাহ উদ্দিন শরীফের মধ্যে বাগবিত-ার পর হাতাহাতির ঘটনা ঘটে। পরে সালাহ উদ্দিনকে আটক করে জেলা প্রশাসকের কার্যালয়ে নেয়া হয়। সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদ- দেয়া হয়। পরে পুলিশ সালাহ উদ্দিনকে কারাগারে পাঠান। হাইকোর্টে তাদের তলব করা হলে আদালতে উপস্থিত হয়ে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করলে আদালত তাদের ব্যক্তিগত হাজিরা থেকেও অব্যাহতি দেয়। এদিকে দিনাজপুরের বীরগঞ্জে কক্ষে বসা নিয়ে বাগবিত-ার জের ধরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জ্যেষ্ঠ এক আইনজীবীকে সাজা দেয়ার ব্যাখ্যা দিতে সহকারী কমিশনার (ভূমি) বিরোদা রানী রায়কে তলব করা হয়েছে। খবরটি আদালতের নজরে আনেন সুপ্রীমকোর্টের আইনজীবী সৈয়দ মহিদুল কবির ও কাজী হেলাল উদ্দিন। পরে কাজী হেলাল সাংবাদিকদের বলেন, গত মঙ্গলবার সকালে একটি নাম জারির মামলায় শুনানি করতে গেলে জ্যেষ্ঠ আইনজীবী নিরোদ বাহারী রায়কে ৫০০ টাকা জরিমানা, অনাদায়ে এক দিনের কারাদ- দেন বীরগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) বিরোদা রানী।
×