ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জোড়া সেঞ্চুরিতে ইংল্যান্ডের বড় সংগ্রহ

প্রকাশিত: ০৫:১৩, ১৬ ডিসেম্বর ২০১৭

জোড়া সেঞ্চুরিতে ইংল্যান্ডের বড় সংগ্রহ

স্পোর্টস রিপোর্টার ॥ ডেভিড মালান (১৪০) ও জনি বেয়ারস্টোর (১১৯) জোড়া সেঞ্চুরির সৌজন্যে পার্থ টেস্টের প্রথম ইনিংসে অলআউট হওয়ার আগে ৪০৩ রানের বড় স্কোর গড়েছে সফরকারী ইংল্যান্ড। পঞ্চম উইকেটে দু’জন মিলে যোগ করেছেন ২৩৭ গত ৭৯ বছরে অস্ট্রেলিয়ার বিপক্ষে যেটি পঞ্চম উইকেটে ইংলিশদের রেকর্ড সর্বোচ্চ রানের জুটি। জবাবে স্বাগতিকরাও শুরু করেছে ঝড়ের গতিতে। দ্বিতীয়দিন শেষে ৬২ ওভারে ২০৩ রান তুলে নিয়েছে অসিরা। অধিনায়ক স্টিভেন স্মিথ ৯২ ও শন মার্শ ব্যক্তিগত ৭ রান নিয়ে ব্যাট করছেন। উল্লেখ্য, টানা দুই জয়ে পাঁচ টেস্টের এ্যাশেজে ২-০তে এগিয়ে অস্ট্রেলিয়া। পার্থে জিতলেই দুই ম্যাচ হাতে রেখে ট্রফি পুনরুদ্ধার করবে স্মিথের দল। অন্যদিকে সিরিজ বাঁচিয়ে রাখতে এখানে হারলে চলবে না ইংলিশদের। কঠিন চাপের মুখে সফরকারীদের শুরুটা বেশ ভালই হয়েছে। এ্যাশেজ সফরের প্রথম দুই টেস্টে ব্যাট হাতে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি বেয়ারস্টো। তার ওপর ক্যামেরন ব্যানক্রফটের সঙ্গে পানশালা কেলেঙ্কারিতে জড়িয়েছিলেন। শেষমেশ মুক্তি পেয়েছেন বেয়ারস্টো, তৃতীয় টেস্টের দ্বিতীয়দিনে সেঞ্চুরি করলেন। শুক্রবার দ্বিতীয়দিন পানি পানের বিরতির আগেই বেয়ারস্টোর সেঞ্চুরি হয়ে যাওয়ায় সাড়ে তিন শ’ পেরিয়ে গিয়েছিল সফরকারীরা। ২১৫ বলে ১১৯ রান করেছেন বেয়ারস্টো। ১৮টি দর্শনীয় চারের মার ছিল এই ইনিংসে। ধারাভাষ্যকার তো জানিয়েই দেন, বহুদিন ওয়াকার উইকেটে এমন কর্তৃত্বপরায়ণ ব্যাটিং দেখেনি অস্ট্রেলিয়া। পঞ্চম উইকেটে ৭৯ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০০ রানের জুটি গড়েছেন মালান ও বেয়ারস্টো। ১৯৩৮ সালে শেষবার দুই শ’ রানের জুটি গড়েছিলেন ডেনিস কম্পটন ও এডি পেইন্টার। নাথান লিয়নের বলে মালানের বিদায়ে ভেঙ্গেছে এই জুটি, দু’জনে যোগ করেছেন ২৩৭ রান। মালান-বেয়ারস্টোর ২৩৭ রান সর্বোপরি ইংল্যান্ডের ক্রিকেট ইতিহাসেই তৃতীয় সর্বোচ্চ। ২০১০ সালে নটিংহামে পাকিস্তানের বিপক্ষে পঞ্চম উইকেট জুটিতে পল কলিংউড ও ইয়ন মরগানের ২১৯ রানকেও পেছনে ফেলেছেন তারা। বিরতির পরই যেন ঘুম ভেঙ্গে জেগে ওঠেন স্বাগতিক পেসাররা। দুই বল খেলে রানের খাতা খোলার আগেই কামিন্সের বলে স্লিপে ক্যাচ দিয়ে আউট মঈন আলী (০)। জস হ্যাজলউড দ্রুত বিদায় করেছেন ক্রেইগ ওভারটন (২) ও ক্রিস ওকসকে (৮)। তবে দিনের সেরা উইকেটটা মিচেল স্টার্কের। দুর্দান্ত এক ইয়র্কারে বেয়ারস্টোর মিডলস্টাম্প উড়িয়ে দিয়েছেন এই বাঁহাতি পেসার। ৯১ রানে ৪ উইকেট নিয়ে স্বাগতিকদের সেরা পেসারও তিনিই। এক রান বেশি দিয়ে ৩ উইকেট নিয়েছেন হ্যাজলউড। জবাবে ৫৫ রানে দুই ওপেনার ব্যানক্রফট (২৫) ও ওয়ার্নারকে (২২) হারানো অস্ট্রেলিয়াকে পথে ফিরিয়েছেন স্মিথ (১২২ বলে অপরাজিত ৯১) ও মার্শ (৭*)। স্কোর ॥ ইংল্যান্ড প্রথম ইনিংস ৪০৩/১০ (১১৫.১ ওভার; কুক ৭, স্টোনম্যান ৫৬, ভিন্স ২৫, রুট ২০, মালান ১৪০, বেয়ারস্টো ১১৯, মঈন ০, ওকস ৮, ওভারটন ২, ব্রড ১২; স্টার্ক ৪/৯১, হ্যাজলউড ৩/৯২, কামিন্স ২/৮৪, লিয়ন ১/৭৩)। অস্ট্রেলিয়া প্রথম ইনিংস ২০৩/৩ (৬২ ওভার; ব্যানক্রফট ২৫, ওয়ার্নার ২২, খাজা ৫০, স্মিথ ৯২*, শন মার্শ ৭*; এ্যান্ডারসন ০/৩১, ব্রড ০/৫০, ওকস ১/৪২, ওভারটন ২/৪৬)।* দ্বিতীয় দিন শেষে
×