ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাজধানীর মুগদায় অতিরিক্ত মদ্যপানে তিনজনের মৃত্যু

প্রকাশিত: ০১:৪৫, ১৪ ডিসেম্বর ২০১৭

রাজধানীর মুগদায় অতিরিক্ত মদ্যপানে তিনজনের মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর মুগদায় অতিরিক্ত মদ্যপানে তিনজনের মৃত্যু হয়েছে। নিহতরা হচ্ছেন, মোঃ আব্দুর রহমান (৩৫), তাঁর বন্ধু জামাল হোসেন (৩৫) ও আব্দুর রহমানের শ্যালক মীর সোহেল (২০)। এদিকে বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে তাদের লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। জানা গেছে, নিহত আবদুর রহমানে মুগদা থানার মাণ্ডার কদম আলী ঝিলপাড় এলাকায় জার্মানি বিল্ডিংয়ে পরিবার নিয়ে ভাড়া থাকতেন। তার শ্যালক সোহেল শাহবাগের আজিজ সুপার মার্কেটের একটি দোকানের কর্মচারী ছিলেন। নিহত আব্দুর রহমানের ভাই আবদুর রাজ্জাক জানান , বুধবার রাত ১টার দিকে মুগদার নিজ মান্ডার ঝিলপাড় এলাকার রুমে ভাই আব্দুর রহমানসহ তিনজন মিলে অতিরিক্ত মদ্যপাণ করে অসুস্থ হয়ে পড়ে। পরে আব্দুর রহমান ও তার বন্ধু জামালকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মধ্যলাতে আব্দুর রহমানের মৃত্যু হয়। তিনি জানান, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে জামালের মৃত্যু হয়। অন্যদিকে আব্দুর রহমানের শ্যালক সোহেলকে মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে বৃহস্পতিবার ভোররাতে তার মৃত্যু হয়। মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, বুধবার রাতে স্ত্রী বাসায় না থাকায় রহমান তাঁর শ্যালক সোহেল ও বন্ধু জামালকে নিয়ে মদ্যপান করেন। অতিরিক্ত মদ্যপান করায় তাঁরা অসুস্থ হয়ে পড়েন। পরে আশপাশের লোকজন রহমান ও জামালকে উদ্ধার করে রাত ১২টার দিকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসক রহমানকে মৃত ঘোষণা করেন। আর রাত তিনটার দিকে মুগদার একটি হাসপাতালে সোহেলকে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
×