ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাবিতে অবৈধ মোটরসাইকেল ধরতে অভিযান

প্রকাশিত: ২১:৪৪, ১২ ডিসেম্বর ২০১৭

রাবিতে অবৈধ মোটরসাইকেল ধরতে অভিযান

রাবি সংবাদদাতা ॥ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নিষেধাজ্ঞা অমান্য করে চলাচল করা মোটরসাইকেল ধরতে অভিযান চালিয়েছে বিশ্ববিদ্যালয় ও পুলিশ প্রশাসন। সোমবার রাতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে পরিচালিত অভিযানে আঠারো মোটরসাইকেল চালকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। রাবি প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, ক্যাম্পাসে যেকোন ধরনের দুর্ঘটনা এড়াতে আমাদের এই অভিযান। অভিযানে মোটরসাইকেলগুলোর ড্রাইভিং লাইসেন্স ও ক্যাম্পাসের কার্ড আছে কিনা তা চেক করা হয়েছে। এছাড়া গতিসীমা অতিক্রম করে চলাচলকারী মোটরসাইকেল ধরা হয়েছে। অভিযানে ১৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও প্রক্টর জানান। মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) মাহবুব আলম বলেন, ট্রাফিক আইন লঙ্ঘনের অপরাধে ১৮ জনের নামে মামলা করা হয়। তবে তারা সবাই বহিরাগত। উল্লেখ্য, রবিবার ক্যাম্পাসে মোটরসাইকেলের ধাক্কায় রাজশাহী কলেজের এক শিক্ষার্থী গুরুতর আহত হন। এরপর থেকে ক্যাম্পাসে বহিরাগত যান চলাচল নিয়ন্ত্রণে জোর পদক্ষেপ নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
×