ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মাগুরায় ১২ দিনেও উদ্ধার হয়নি স্কুলছাত্র

প্রকাশিত: ০৬:০৪, ১২ ডিসেম্বর ২০১৭

মাগুরায় ১২ দিনেও উদ্ধার হয়নি স্কুলছাত্র

নিজস্ব সংবাদদাতা, মাগুরা, ১১ ডিসেম্বর ॥ সদর উপজেলার নরসিংহাটি গ্রামের অটোসহ ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র কিশোর চালক ইয়াছিন সর্দার (১৬) ১২ দিন ধরে নিখোঁজ রয়েছে। তাকে ফিরে পেতে সোমবার দুপুরে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে পরিবারের সদস্যরা সংবাদ সম্মেলন করা হয়েছে। কোন অটো ছিনতাই চক্র অটোর লোভে তাকে আটোসহ অপহরণ করতে পারে বলে পরিবারের ধারণা। শহরের নোমানী ময়দানস্থ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দুপুর ১২টায় এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এখানে উপস্থিত ছিলেন নিখোঁজ কিশোর অটোচালক ইয়াছিন সর্দারের পিতা জাহাঙ্গীর সর্দার, মা ফরিদা বেগম, দাদা তালেব সর্দার ও কাকা শাহিন সর্দারসহ বিপুলসংখ্যক আত্মীয়স্বজন, গ্রামবাসী উপস্থিত ছিলেন। তারা বলেন, গত ১ ডিসেম্বর পিতা অটো চালক জাহাঙ্গীর সর্দার অসুস্থ থাকায় পরিবারের প্রয়োজনে ছেলে কাটাখালী মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র ইয়াছিন সর্দার বিকেলে অটো চালানোর জন্য অটো নিয়ে বাড়ি থেকে বের হয়। অনেক রাত হলেও সে আর বাড়িতে ফির না আসায় পরিবারের পক্ষ থেকে খোঁজ করা করা কিন্তু তার কোন সন্ধান পাওয়া যায়নি। তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।
×