ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নলছিটি-বাড়ৈকরন সড়ক ও নলছিটি-কুলকাঠী-নাচনমহল সড়কটি ঝুকিপুর্ণ

প্রকাশিত: ০১:২৪, ১১ ডিসেম্বর ২০১৭

নলছিটি-বাড়ৈকরন সড়ক ও নলছিটি-কুলকাঠী-নাচনমহল সড়কটি ঝুকিপুর্ণ

নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি ॥ ঝালকাঠিতে জেলার নলছিটি উপজেলার নলছিটি-বাড়ৈকরন সড়ক, নলছিটি কুলকাঠি সড়ক ও নলছিটি, ঝালকাঠি ভায়া নাচনমহল সড়ক ঝুকিপূর্ণ অবস্থায় রয়েছে। এই সড়কগুলির মধ্যে নলছিটি বাড়ৈকরণ সড়কটি ঝালকাঠি সড়ক ও জনপদ বিভাগের এবং অন্য ২টি সড়ক এলজিইডি বিভাগের। এই সড়ক ২টির বিভিন্ন স্থানে পিচ ঢালাই ভোঙ্গেচুরে উঠে গেছে এবং জায়গায় জায়গায় গর্ত হয়েছে। এতে এই সড়কে চলাচালকারী যানবাহন ও যাত্রীরা দূর্ভোগ পাচ্ছে। ঝালকাঠির নলছিটি বাড়ৈকরণ সড়কটি ৭.৯ কিলোমিটার এবং অন্য ২টি সড়কের ৮ কিলোমিটার ঝুকির মধ্যে রয়েছে। প্রতিদিন এই সড়কদিয়ে জেলা শহর ও উপজেলা সদরের সাথে হাজার হাজার মানুষ চলাচল করে। কিন্তু কর্তৃপক্ষ রাস্তাটি প্রায় ৪ বছর ধরে এই অবস্থায় পরে থাকলেও সংস্কারের উদ্যোগ নেয় নি। সড়ক বিভাগ সূত্রে দাবি করা হয়েছে এই মৌসুমেই রক্ষনাবেক্ষনের খাত থেকে সড়কগুলি সংস্কার করা হবে।
×