ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

৭২ বছর বয়সেও উদ্যমী

প্রকাশিত: ০৫:১৭, ১১ ডিসেম্বর ২০১৭

৭২ বছর বয়সেও উদ্যমী

৭২ বছর বয়সী চার্লি ভেরন। তরুণ বয়সে সাগরের তলদেশের বিস্ময়কর প্রাণিজগত তাকে আগ্রহী করে তোলে সমুদ্র বিজ্ঞানী হিসেবে কাজ করার জন্য। আর গত পঞ্চাশ বছর ধরে গ্রেট ব্যারিয়ার রিফে ডাইভিং করছেন তিনি। চার্লিকে বলা হয় ‘গডফাদার অব কোরাল’। এই মুহূর্তে বিশ্বের পরিচিত সামুদ্রিক প্রাণির মধ্যে কুড়ি শতাংশের বেশি নতুন প্রজাতি আবিষ্কার করেছেন তিনি। এর মাধ্যমে সমুদ্রের তলদেশে প্রাণিজগত ও প্রবালের জীবন চক্র সম্পর্কে মানুষের সাধারণ ধারণা অনেকটাই তিনি বদলে দিয়েছেন। কিভাবে এসব কিছুর শুরু সেই গল্প বলতে গিয়ে ভেরন বলেন, আমার বয়স যখন ১৮ বছর, আমি তখন প্রথম সমুদ্রের তলদেশে যাওয়া শুরু করি। ওই সময় এ ধরনের কাজ কেবল ক্ষ্যাপাটে ধরনের মানুষেরাই করত। ১৯৭২ সালে চার্লি ভেরন তার স্বপ্নের চাকরি পান। অর্থাৎ তার ভাল লাগার সঙ্গে একশ’ ভাগ মিলে গিয়েছিল এমন একটি চাকরি পেলেন তখন তিনি। অস্ট্রেলিয়ার উপকূলে গ্রেট ব্যারিয়ার রিফের প্রথম পূর্ণকালীন সমুদ্রবিজ্ঞানী হিসেবে নিয়োগ পেয়েছিলেন। -বিবিসি অবলম্বনে।
×