ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ধর্মশালায় বিপর্যস্ত ভারতের রান ১১২ ॥ ধোনি ৬৫

প্রকাশিত: ২২:৪৪, ১০ ডিসেম্বর ২০১৭

ধর্মশালায় বিপর্যস্ত ভারতের রান ১১২ ॥  ধোনি ৬৫

অনলাইন ডেস্ক ॥ হাল্কা সবুজ উইকেটে পেসাররা প্রথমে কিছুটা সুবিধা পাবেন বলে আশা করছেন দুই অধিনায়কই। ধর্মশালায় টসে জিতে প্রথমে ভারতকে ব্যাট করার আমন্ত্রন জানায় শ্রীলঙ্কার অধিনায়ক থিসেরা পেরেরা। ভারত শূন্য রানে হারায় ১ম উইকেট। দুই রানে দুই উইকেট হারায়। এরপর নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকে ভারতের।২৯ রানে সাত উকেট হারালে এক সময় মনে হয়েছিলো ভারত তাদের রান ৫০ পার করতে পারবে না। প্রাত্তন অধিনায়ক ধনি শেষ তিন ব্যাটসম্যনেকে নিয়ে দলের রান নিয়ে গেছেন ১১২ তে।৩৮.২ ওভার খেলে ভারতের শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হন ৬৫ রানে আউট হয়েছেন ধোনি। এই রান করতে ধোনি বল খেলেছেন ৮৭ টি। বাউন্ডারি মেরেছেন ১০টি ও ওভার বাউন্ডারি মেরেছেন ২টি। ভারতীয় দলে সুযোগ পেয়েছেন শ্রেয়াস আইয়ার। প্রথম ওয়ানডে ম্যাচে ৯রান করেন এই ব্যাটসম্যান তবে সবাইকে চমকে বাদ পড়েছেন আজিঙ্ক রাহানে। শ্রীলঙ্কার লাকমল একটানা ১০ ওভার বোলিং করে মাত্র ১৩ রান দিয়ে পেয়েছেন ৪ উইকেট। সূত্র : আনন্দবাজার পত্রিকা
×