ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সরকারকে বিএনপির সঙ্গে আলোচনায় বাধ্য করা হবে: মওদুদ

প্রকাশিত: ০৩:০১, ৮ ডিসেম্বর ২০১৭

সরকারকে বিএনপির সঙ্গে আলোচনায় বাধ্য করা হবে: মওদুদ

স্টাফ রিপোর্টার ॥ বর্তমান সরকার আবারও ২০১৪ সালের মতো একটি ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যেতে চাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। তিনি বলেন, এ ধরণের নির্বাচন আর করতে দেয়া হবে না। আন্দোলনের মাধ্যমে সরকারকে বিএনপির সঙ্গে আলোচনায় বসতে বাধ্য করা হবে। শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ‘বাংলাদেশ জাতীয় মানবাধিকার পরিষদ’ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন। মওদুদ বলেন, সরকার বিচার বিভাগ সম্পূর্ণ নিয়ন্ত্রণ করছে। সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার সঙ্গে এটা নিয়েই সরকারের দ্বন্ধ ছিলো। তবে অবশেষে বিচারপতি এস কে সিনহার সেই কথাই সঠিক হয়েছে। বিচার বিভাগকে সম্পূর্ণভাবে পানিতে ডুবিয়ে দেওয়া হয়েছে। নিম্ন আদালত তো সরকার পুরোপুরিভাবেই নিয়ন্ত্রণ করছে। জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণা দেওয়ার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করে মওদুদ বলেন, মার্কিন প্রেসিডেন্টের এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এ বিষয়ে আমাদের সরকার যে সামান্য প্রতিবাদ জানিয়েছে সেটা যথেষ্ট নয়। আমি মনে করি সরকারকে আরও কঠোর হতে হবে। ট্রাম্পের এই সিদ্ধান্তের ফলে ফিলিস্তিনিদের সঙ্গে যে শান্তি চুক্তি করা হয়েছিলো তা ধ্বংস করা হয়েছে। আয়োজক সংগঠনের সভাপতি ড. রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, খালেদা ইয়াসিমন প্রমুখ।
×