ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কয়েক লাখ টেলিফোন বিকল ॥ বিপাকে ফায়ার সার্ভিস

প্রকাশিত: ২১:৩২, ৮ ডিসেম্বর ২০১৭

কয়েক লাখ টেলিফোন বিকল ॥ বিপাকে ফায়ার সার্ভিস

অনলাইন ডেস্ক ॥ বৃহস্পতিবার রাতে মগবাজার দিলু রোডে সিটি করপোরেশনের সংস্কার কাজের সময় রাষ্ট্রয়াত্ত টেলিযোগাযোগ প্রতিষ্ঠান বিটিসিএলের ‘কোর কেবল’ কাটা পড়ে ঢাকাসহ দেশের কয়েক লাখ টেলিফোন লাইন বিচ্ছিন্ন হয়ে যায় । যার মধ্যে ফায়ার সার্ভিসের মত জরুরি সেবা সংস্থার ফোনও রয়েছে। শুক্রবার সকাল থেকেই মেরামতের কাজ শুরু হয়েছে। মেরামত শেষ হতে আরও কয়েক ঘণ্টা লাগতে পারে । বিটিসিএলের সূত্রে জানা গেছে, মূল কেবল মূলত টেলিযোগাযোগের হার্টের মত। এ সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় পুরো দেশে টেলিযোগাযোগে সমস্যা তৈরি হয়েছে। ফায়ার সার্ভিসের জরুরি প্রয়োজনে ০১৭৩০৩৩৬৬৯৯, ০১৭১৩০৩৮১৮২ নম্বরে ফোন করলে কথা বলতে পারবে জনসাধারণ।
×