ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

দিনাজপুরে র‌্যাব-এর অভিযানে অস্ত্রসহ আটক ১

প্রকাশিত: ০১:৩৩, ৪ ডিসেম্বর ২০১৭

দিনাজপুরে র‌্যাব-এর অভিযানে অস্ত্রসহ আটক ১

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ দিনাজপুরে র্যাব-এর অভিযানে একটি দেশ স্যুটারগান ও ১ রাউন্ড গুলিসহ ১ দুস্কৃতিকারীকে আটক করা হয়েছে। এই ঘটনায় র্যাব সদস্যদের পক্ষ থেকে কোতয়ালী থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়। দিনাজপুর কোতয়ালী থানার অফিসার্স ইনচার্জ রেদওয়ানুর রহিম জানান, সোমবার দুপুর ২টায় র্যাব ১৩ দিনাজপুর ক্যাম্পের পক্ষে ডিএডি মোঃ শহিদুল ইসলাম বাদী হয়ে আটক আসামী সদর কোতয়ালী থানার দপ্তরীপাড়া মহল্লার মৃত আব্দুর রশিদ খালাশির পুত্র মোঃ সোহেল (৩৪) ও উদ্ধারকৃত একটি স্যুটারগান এবং ১ রাউন্ড গুলিসহ সোপর্দ করে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করে। গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু তথ্য পাওয়া গেছে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নুরেজা আক্তার আজ সোমবার বিকেলে আসামী সোহেলকে দিনাজপুর অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট বিশ্বনাথ মন্ডলের আদালতে সোপর্দ করে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করে। বিচারক আগামী ৫ ডিসেম্বর রিমান্ড শুনানির জন্যদিন ধার্য্য করে আসামীকে জেল হাজতে প্রেরণের আদেশ দেন। দিনাজপুর র্যাব ১৩ ক্যাম্প কমান্ডার মেজর তালুকদার নাজমুছ সাকিব জানান, গতকাল রোববার রাত ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর সদর উপজেলার দপ্তরীপাড়া মহল্লার জাহাঙ্গীর মার্কেটের পশ্চিম দিকে অভিযান চালিয়ে সোহেল (৩৪) নামের এক যুবককে আটক করে। আটক যুবকের নিকট থেকে একটি দেশী তৈরী স্যুটারগান ও ১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। সূত্রটি জানায়, আটক সোহেলের তথ্য অনুসন্ধানে জানা গেছে, তার বিরুদ্ধে ৭টি মামলা চলমান রয়েছে। এর মধ্যে ১টি হত্যা, ৪টি হত্যা চেষ্টা ও ২টি মাদকের মামলা। সে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তার কাছে প্রাপ্ত তথ্যে তার সহযোগীদের গ্রেফতার প্রক্রিয়া চলছে।
×