ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

আমরা প্রতিশোধ নিতে চাই না- রিজভী

প্রকাশিত: ০৩:১৫, ২৪ নভেম্বর ২০১৭

আমরা প্রতিশোধ নিতে চাই না- রিজভী

স্টাফ রিপোর্টার ॥ সরকার বিএনপিকে কর্মসূচি পালন করতে না দিয়ে লৈনরাজ্য সৃষ্টি করতে চাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, সরকার যদি নৈরাজ্য সৃষ্টি করে, তবে জনগণও পাল্টা নৈরাজ্য সৃষ্টি করবে। তবে আমরা প্রতিশোধ নিতে চাই না। শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার মুক্তির দাবিতে শিক্ষক কর্মচারী ঐক্যজো আয়োজিত এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ বলেন। রিজভী বলেন, প্রেসক্লাবে তারেক রহমানের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ছিল। কিন্তু সেটা করতে দেয়নি সরকার। কেননা, সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে আছে। তারেক রহমানের নাম শুনলেই ভয় পায়। তিনি বলেন, বাইরে নানা গুঞ্জন, নানা ঘটনা, নানা গুঞ্জন শোনা যায়। প্রধানমন্ত্রী আপনি বাসভবন থেকে বের হতেন না। এখন আবার বের হচ্ছেন। কিসের এতো ভয় আপনার? এতো আতঙ্ক থাকলে তো দেশ চালাতে পারবেন না। মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আবদুস সালাম, ফরহাদ হালিম ডোনার, আয়োজক সংগঠনের অতিরিক্ত মহাসচিব মো. জাকির হোসেন প্রমুখ।
×