ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অশান্তির রাজনীতি দমনের যুদ্ধের মধ্যেই যথাসময়ে নির্বাচন করতে হবে ॥ ইনু

প্রকাশিত: ০২:১৩, ২৩ নভেম্বর ২০১৭

অশান্তির রাজনীতি দমনের যুদ্ধের মধ্যেই যথাসময়ে নির্বাচন করতে হবে ॥ ইনু

স্টাফ রিপোর্টার ॥ আইন অনুযায়ী নির্বাচন অনুষ্ঠানের পথে কোনো বাধা না থাকা সত্ত্বেও বিএনপি-জামায়াত সহায়ক সরকার, সংলাপ ইত্যাদি ধুয়া তুলে জল ঘোলা করে নির্বাচন বানচাল ও অস্বাভাবিক ভূতের সরকার আনার ষড়যন্ত্র-চক্রান্তে লিপ্ত বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি হাসানুল হক ইনু। বৃহস্পতিবার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত বিএনপি-জামাত-জঙ্গিবাদীদের নির্বাচন বানচালের ষড়যন্ত্র মোকাবেলা এবং ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলা-নির্যাতনকারীদের কঠোর শাস্তির দাবিতে গণমিছিলের পূর্বে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ মন্তব্য করেন। সমাবেশে দলের কেন্দ্রীয় নেতারাও সংক্ষিপ্ত বক্তব্য রাাখেন। নেতৃবৃন্দ বলেন, দেশে পরিকল্পিতভাবে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর একের পর এক হামলা চালানো হচ্ছে। বিএনপি- জামায়াত পরিকল্পিতভাবে এসব ঘটনা ঘটাচ্ছে। উগ্র-সাম্প্রদায়িক ও মৌলবাদী গোষ্ঠীকে লালন করে বিএনপি। তাই বিএনপি জামায়াত যতোদিন দেশের রাজনীতিতে টিকে থাকবে ততোদিন দেশে উগ্রবাদের তাবা থামবে না। এ বিষয়টি সাধারণ মানুষের কাছে এখন পরিস্কার। সবাই তা বোঝেন। নেতৃবৃন্দ বলেন, সব সময় উগ্রবাদী গোষ্ঠী নানা ইস্যুতে সংখ্যালঘুদের ওপর অত্যাচার করে আসছে। বিশেষ করে রাজনীতি ও ধর্মের বাতাবরণে এখন অত্যাচারের মাত্রা বাড়ছে। যা কাঙ্খিত নয়। আমরা একটি অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন দেখি। যার প্রধান অন্তরায় উগ্রবাদী গোষ্ঠী। বিএনপি-জামাতের নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখতে হবে এমন মন্তব্য করে ইনু বলেন, বিএনপি-জামাত-জঙ্গিবাদীদের অশান্তি নির্মূল করার যুদ্ধের মধ্যেই যথাসময়ে নির্বাচন করতে হবে। অশান্তির রাজনীতি দমনের যুদ্ধের মধ্যেই যথাসময়ে নির্বাচন করতে হবে। তিনি বলেন, দেশকে শান্তি-উন্নয়ন-মুক্তিযুদ্ধের পথে রাখতে হলে বিএনপি-জামাত জঙ্গিবাদীদের শুধু ক্ষমতার বাইরেই নয়, রাজনীতির মাঠ থেকেও বিদায় করতে হবে। তিনি বলেন, ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলা, ঘর-বাড়িতে আগুন দেয়া, মন্দির-প্রতিমা ভেঙ্গে অশান্তি তৈরি, জলঘোলা করার ষড়যন্ত্র চলছে। ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলাকারী যেই হোক তাদের প্রতিরোধ, দমন, কঠোর শাস্তি দিতে হবে। তথ্যমন্ত্রী বলেন, জঙ্গিবাদী মৌলবাদী-সাম্প্রদায়িক শক্তির ষড়যন্ত্র-চক্রান্ত মোকাবেলায় তৃণমূলে ১৪ দল মহাজোটকে সক্রিয় ভূমিকা রাখতে হবে। ইনু বলেন, জঙ্গিবাদ বিরোধী লড়াইয়ের মধ্যে উন্নয়নের সুফল ঘরে ঘরে পৌঁছে দিতে সুশাসন ও সমাজতন্ত্রের সংগ্রাম এগিয়ে নিতে হবে। জাসদ কর্মী-সমর্থকদের ভোটের জন্য এবং সুশাসন ও সমাজতন্ত্রের সংগ্রামে সমর্থনের জন্যও জনগণের ঘরে ঘরে যাবার আহ্বান জানান। ঢাকা মহানগর জাসদের সমন্বয়ক মীর হোসাইন আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক শিরীন আখতার, স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ড. আনোয়ার হোসেন, এড. হাবিবুর রহমান শওকত, নুরুল আখতার, নাদের চৌধুরী, সহ-সভাপতি শফি উদ্দিন মোল্লা, শহীদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান চুন্নু, নইমুল আহসান জুয়েল, জাতীয় যুব জোটের সভাপতি রোকনুজ্জামান রোকন, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সভাপতি মুহাম্মদ সামছুল ইসলাম সুমন প্রমুখ।
×