ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

স্পীকারের সঙ্গে ভারতীয় হাই কমিশনারের সাক্ষাৎ

প্রকাশিত: ০২:৩৮, ২২ নভেম্বর ২০১৭

স্পীকারের সঙ্গে ভারতীয় হাই কমিশনারের সাক্ষাৎ

সংসদ রিপোর্টার ॥ বাংলাদেশ-ভারতের বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক আরো দূঢ় হবে বলে আশা প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী, এমপি ও বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রীংলা। বুধবার স্পীকারের সংসদ ভবনস্থ কার্যালয়ে এক বৈঠকে তাঁরা এমন আশাবাদ ব্যক্ত করেন। বৈঠকে তাঁরা ঢাকায় অনুষ্ঠিত ৬৩তম সিপিসি, আন্তঃদেশীয় যোগাযোগ বৃদ্ধি ও অবকাঠামোগত উন্নয়নসহ দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এসময় স্পীকার কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে (সিপিসি) ভারতের লোকসভা ও রাজ্যসভার প্রতিনিধিদল অংশগ্রহণ করায় লোকসভার স্পীকার সুমিত্রা মহাজনকে ধন্যবাদ জানান। আর ভারতীয় হাইকমিশনার ৬৩তম সিপিসি সফলভাবে আয়োজন করায় স্পীকারকে অভিনন্দন জানান। অষ্ট্রেলিয়ান প্রতিনিধি দল স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে অস্ট্রেলিয়ার সেনেটর ক্ল্যায়ার মুর-এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাত করেছেন। সাক্ষাতকালে তাঁরা টেকসই উন্নয়ন লক্ষ্য নিয়ে আলোচনা করেন। প্রতিনিধিদল সংসদ অধিবেশনের কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এ সময় ডাক ও টেলিযোগাযোগ সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইমরান আহমেদ এমপি ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো. আব্দুল ওয়াদুদ এমপি উপস্থিত ছিলেন।
×