ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এক সাথে জন্ম নেয়া তিন শিশু এখন নয় বছরে ॥ লেখাপড়া বন্ধের উপক্রম

প্রকাশিত: ২০:৪৯, ২২ নভেম্বর ২০১৭

এক সাথে জন্ম নেয়া তিন শিশু এখন নয় বছরে ॥ লেখাপড়া বন্ধের উপক্রম

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া ॥ যমজ সেই তিন শিশু রুমান হাসান, রিমন হাসান ও আবু রায়হানের বয়স এখন নয় বছর ১৫দিন। একই সঙ্গে জন্ম নেয়া তিন নবজাতককে দুধ খাওয়ানোর সঙ্গতি ছিলনা পরিবারের। তখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে পড়ছিল। ২০০৮ সালের নবেম্বরে তিন ছেলে সন্তান জন্ম দিয়ে অসহায় মা রুমানা বেগম কান্না জুড়ে দিয়েছিল। নিজেও অসুস্থ হয়ে পড়েছিলেন জীবনশঙ্কায়। তখন এনিয়ে দৈনিক জনকন্ঠ পত্রিকায় সচিত্র প্রতিবেদন প্রকাশ হয়। দেশের কিছু হৃদয়বান মানুষ এগিয়ে আসেন। তখনকার অনটনের ঝড় অনেকটা সামলে নেয় পরিবার। এরপর রোগাকায় নবজাতকদের নিত্য অভাবের সংসারে বেড়ে ওঠা। অসুখসহ লালন-পালনের কঠিন বোঝা ওদের মা দাদা-দাদীসহ গোটা পরিবার ভয়াল ঝরের মতো সামলেছেন। কলাপাড়া পৌরশহরের অদুরে পায়রা বন্দর প্রকল্পের পথে যেতেই ইটবাড়িয়া কিংবা মধ্যটিয়াখালী গ্রামের এ পরিবারে এই যমজ তিন শিশুর জীবন-জীবিকাসহ ভবিষ্যত বেড়ে ওঠা এখন পড়েছে মহা অনিশ্চয়তায়। এপরিবারটির এখন প্রয়োজন চিকিৎসা, খাদ্য ও শিক্ষা সহায়তার পাশাপাশি গোটা পরিবারের একটি নিবিড় সামাজিক নিরাপত্তা। এজন্য সরকারের পাশাপাশি বেসরকারি কিংবা ব্যক্তি সহায়তা। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাছলিমা আক্তার জানান, বিষয়টি তিনি জানেন না। জেনে ব্যবস্থা নিচ্ছেন। তবে এই যমজ তিন ছেলের ভবিষ্যত বেড়ে ওঠা নিয়ে চরম উৎকন্ঠায় এবং বিনিদ্র রাত কাটছে রুমানা-বাশার দম্পতিসহ গোটা পরিবার।
×