ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা উচিত ॥ ভুমিমন্ত্রী

প্রকাশিত: ০২:৩৩, ২০ নভেম্বর ২০১৭

সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা উচিত ॥ ভুমিমন্ত্রী

স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ বায়ান্নোর ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী দেশের সর্ববৃহৎ, কল্যাণকর, অলাভজনক সংগঠন জাতীয় সাংবাদিক সোসাইটি ঈশ্বরদী সাংগঠনিক জেলা শাখার নবনির্বাচিত কর্মকর্তারা শনিবার রাতে ভুমিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। সংগঠনের নেতৃবৃন্দ ফুলের তোড়া দিয়ে মন্ত্রীকে অভিনন্দন জানালে মন্ত্রীও তাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। সংগঠনের নেতৃবৃন্দকে অভিনন্দন প্রদানকালে সংগঠনের মঙ্গল ও সমৃদ্ধি কামনা করে মন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী দেশের বৃহৎ সংগঠনের সকল সদস্য দেশের উন্নয়নে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবে বলে বিশ্বাস করি। একই সাথে তিনি একুশের চেতনায় উদ্ধুদ্ধ হয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান। তিনি দেশে অনেক উন্নয়ন মূলক কাজ করা হচ্ছে উল্লেখ করে বলেন, বর্তমান সরকার আগামিতে জনস্বার্থে আরও উন্নয়ন কাজ করবে। তিনি বলেন,ঈশ্বরদী আটঘরিয়া এলাকায়ও অনেক উন্নয়ন কাজ হয়েছে যা আপনাদের জানা আছে। পৃথিবীর ৩২তম রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাজ চলছে। ইপিজেড, লালনশাহ সেতুসহ নানা প্রকার উন্নয়ন কাজ করেছি। এসময় জাতীয় সাংবাদিক সোসাইটি ঈশ্বরদী সাংগঠনিক জেলা শাখার নবনির্বাচিত কর্মকর্তাদের মধ্যে সভাপতি তৌহিদ আক্তার পান্না,সহসভাপতি এএ আজাদ হান্নান,সাধারণ সম্পাদক মিশুক প্রধান, সাংগঠনিক সম্পাদক সেলিম আহমেদআইন বিষয়ক সম্পাদক এ্যাড.হেদায়েত উল হক,তথ্য ও গবেষণা সম্পাদক পায়েল হোসেন রিন্টু, ক্রীড়া ও সাহিত্য সম্পাদক মামুনুর রহমান ও প্রশিক্ষণ সম্পাদক বাপ্পি রায়হান সহ নির্বাচিত অন্যান্য কর্মকর্তা-সদস্যরা উপস্থিত ছিলেন।
×