ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

রাশিয়া বিশ্বকাপে অফিসিয়াল রেফারি হিসেবে ফাগহানি

প্রকাশিত: ১৮:৩১, ২০ নভেম্বর ২০১৭

রাশিয়া বিশ্বকাপে অফিসিয়াল রেফারি  হিসেবে ফাগহানি

অনলাইন ডেস্ক ॥ রাশিয়াতে ২০১৮ ফুটবল বিশ্বকাপের পর্দা উঠবে ১৪ জুন। জমজমাট এ আসরটি চলবে ১৫ জুলাই পর্যন্ত। রাশিয়া বিশ্বকাপে অফিসিয়াল রেফারি হিসেবে থাকবেন ইরানের আলীরেজা ফাগহানি। রোববার প্রেস টিভির এক প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে। আন্তর্জাতিক ম্যাচ পরিচালনার জন্য আলীরেজা ফাগহানি এশিয়ার ষষ্ঠ রেফারি। ইরান থেকে তিনি নির্বাচিত হয়েছেন বলে জিনহুয়া অ্যাজেন্সির প্রতিবেদনেও জানা গেছে। রাশিয়া বিশ্বকাপ পরিচালনার জন্য ৩৪টি দেশ ও অঞ্চল থেকে ৩৬ জন রেফারিকে নির্বাচিত করেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। এর মধ্যে ডাক পেয়েছেন ৩৯ বছর বয়সি ইরানি কোচ ফাগহানি। পার্সিয়ান গালফ প্রো লিগে দায়িত্বশীল ভূমিকা পালন করার জন্য গত ৮ জুলাই ফাগহানি গোল্ডেন বাঁশির পুরস্কার জেতেন। গত আট বছর ধরে এই টুর্নামেন্টে এ দায়িত্ব পালন করে আসছেন তিনি। এছাড়া ২০০৮ সাল থেকে আন্তর্জাতিক ফুটবল ম্যাচে বেশ দূরদর্শিতার পরিচয় দিয়ে রেফারির দায়িত্ব পালন করে আসছেন তিনি।
×