ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

টু ক রো খ ব র

প্রকাশিত: ০৫:৫৩, ২০ নভেম্বর ২০১৭

টু ক রো  খ ব র

গাছ পড়ে ব্র্যাকের শিক্ষা পরিদর্শক নিহত নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ, ১৯ নবেম্বর ॥ প্রাথমিক সমাপনী পরীক্ষা পরিদর্শন করে ফেরারপথে রবিবার বিকেলে বানিয়াচঙ্গের পল্লী যাত্রাপাশায় গাছ উপড়ে পড়ে হোন্ডারোহী ব্র্যাকের শিক্ষা বিভাগের পরিদর্শক মৃণাল কান্তি দাশ (৩২) নিহত হয়েছেন। তিনি বানিয়াচঙ্গ উপজেলা ব্র্যাকে কর্মরত ছিলেন। তার বাড়ি খুলনায় এবং হৃদয় দাশের পুত্র। কাউরাকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা পরিদর্শন শেষে হোন্ডাযোগে কর্মস্থলে ফিরছিলেন মৃণাল কান্তি। প্রশ্নপত্র ফাঁস করায় কারাদ- নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ১৯ নবেম্বর ॥ নালিতাবাড়িতে পিইসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে শরিফুল আলম নামে এক যুবককে ২ বছরের বিনাশ্রম কারাদ- ও ২ হাজার টাকা অর্থদ- প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার সকালে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদুর রহমান ওই দ- প্রদান করেন। শরিফুল উপজেলার গোজাকুড়া গ্রামের মতিউর রহমানের ছেলে। বিকেলে দ-িত শরিফুলকে সাজা পরোয়ানামূলে জেলা কারাগারে পাঠানো হয়। সাবেক স্বামীসহ তিনজনের বিরুদ্ধে মামলা নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর, ১৯ নবেম্বর ॥ কমলনগরে স্ত্রীকে অপহরণ করে দু’সন্তানের জননীকে গণধর্ষণের ঘটনায় তালাক দেয়া স্বামীসহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলার তিন আসামির মধ্যে কমলনগর থানা পুলিশ শনিবার রাতে বাবলু নামে এক আসামিকে গ্রেফতার করেছে। তার পিতা কালকিনি গ্রামের সিরাজ মিয়া। মামলাটি করেন, ভিকটিমের মা। অপর দু’জন আসামির মধ্যে রয়েছে তালাক দেয়া লম্পট স্বামী আবুল কালাম প্রকাশ আবু। তার পিতার নাম আনোয়ার আলী। একই উপজেলার তোরাবগঞ্জে তাদের বাড়ি। আবুল কালামের বহু বিয়ে করা ছিল তার নেশা। এটি ছিল তার সর্বশেষ ১৪তম স্ত্রী। জানালেন, ভিকটিম এবং তার মা। তবে এত বিয়ের ব্যাপারে তাদের আগে জানা ছিল না। অপরদিকে সে ছিল থানার দালাল। অভিযোগ করেছেন ভিকটিমের পরিবার। তবে পুলিশ তা সম্পূর্ণ অস্বীকার করে। ভিকটিম বর্তমানে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। রবিবার ভিকটিমের প্রাথমিক মেডিক্যাল পরীক্ষা সম্পন্ন হয় বলে জানান, সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. আনোয়ার হোসেন। তিনি জানান, নির্যাতিত ওই নারীকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। তাকে মারধর ও মাথার চুল কেটে দেওয়ার আলামত রয়েছে। শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। আবারও তার ডাক্তারী পরীক্ষা করা হবে মেডিক্যাল বোর্ডের পরামর্শ অনুযায়ী। জানালেন, এ স্বাস্থ্য কর্মকর্তা। হারিয়ে যাওয়া উত্তরপত্র উদ্ধার স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ এক শিক্ষকের কাছ থেকে হারিয়ে যাওয়া জেএসসির ২শ’ খাতা (উত্তরপত্র) ফিরে পেয়েছে শিক্ষা বোর্ড। সাইফুল ইসলাম নামে এক ট্রাক হেলপার রবিবার দুপুরে এসে শিক্ষা বোর্ডে ওই উত্তরপত্র দিয়ে গেছেন বলে জানিয়েছেন পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র। তার সঙ্গে ট্রাকচালক আশাদুল ইসলামও ছিলেন। উত্তরপত্র নিয়ে আসা ব্যক্তির ছবি তুলে রাখা হয়েছে বলেও জানিয়েছেন পরীক্ষা নিয়ন্ত্রক। সূত্র মতে, শনিবার মোটরসাইকেলে করে বাগেরহাটের কচুয়া আন্দারমানিক বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক পিটুল মিত্র যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে যান। জেএসসির ২শ’ শিক্ষার্থীর খাতা নিয়ে তিনি দুপুর সাড়ে ১২টার দিকে তিনি কচুয়ার দিকে রওনা হন। খাতাগুলো মোটরসাইকেলের পিছনে বাঁধা ছিল। সড়ক অবরোধ নিজস্ব সংবাদদাতা, ভালুকা, ময়মনসিংহ, ১৯ নবেম্বর ॥ উপজেলার পাড়াগাঁও গ্রামে রবিবার সকালে জোর করে জমি দখলের ঘটনাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ এলাকাবাসী সিডস্টোর সখীপুর সড়ক প্রায় তিন ঘণ্টা অবরোধ করে রাখে। উপজেলার পাড়াগাঁও মৌজার ২৮৯ দাগে আবদুর রশিদ খলিফা ও সিদ্দিকের প্রায় দুই একর জমি স্থানীয় ভূমিদস্যু সালাউদ্দিন ও আবু হানিফ রাতের আঁধারে জবরদখল করে কাঁটাতারের বেড়া দিয়ে ওই এলাকার স্বত্বদখলীয় ভূমি ও চলাচলের রাস্তা বন্ধ করে দেয়। উল্লিখিত দাগে বন বিভাগের দাবি রয়েছে। এ ঘটনার প্রতিবাদে স্থানীয় এলাকাবাসী ঝাড়ু, লাঠিসোঠা নিয়ে সিডস্টোর-সখীপুর সড়ক অবরোধ করে রাখে।
×