ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

জয়ের ধারায় খুলনা ও রাজশাহী

প্রকাশিত: ০৫:৪৪, ১৮ নভেম্বর ২০১৭

জয়ের ধারায় খুলনা ও রাজশাহী

মোঃ মামুন রশীদ ॥ টি২০ ক্রিকেটের সবচেয়ে ভয়ঙ্কর দুই ব্যাটসম্যান ক্রিস গেইল আর ব্রেন্ডন ম্যাককালাম চলে এসেছেন। আজই তারা ব্যাট হাতে নামবেন ক্রিকেটপ্রেমীদের ছক্কার ফুলঝুরি ছুটিয়ে বিনোদন দিতে। সেই বড়সড়ো ঝড় শুরুর আগেই শুক্রবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিধ্বংসী ব্যাটিংয়ের কিছু মঞ্চায়ন হলো। ঢাকা পর্বে বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) টি২০ আসরে ম্যাচগুলোয় রান হচ্ছে না তেমন অপবাদটাও ঘুচল। সাব্বির রহমান, জাকির হাসান, এনামুল হক বিজয়, রাইলি রুশো ও আরিফুল হক শুক্রবারের দুই ম্যাচে ব্যাট হাতে ঝড় তুললেন। এর ফল হিসেবে জয় তুলে নিয়েছে রাজশাহী কিংস ও খুলনা টাইটান্স। দু’দলই পরাজয়ের বৃত্ত থেকে বেরিয়ে ফিরেছে জয়ের ধারায়। দিনের প্রথম ম্যাচে সিলেট সিক্সার্সকে ৭ উইকেটে রাজশাহী এবং সন্ধ্যায় দ্বিতীয় ম্যাচে চিটাগং ভাইকিংসকে ৫ উইকেটে হারিয়ে দেয় খুলনা। সন্ধ্যায় টস হেরে আগে ব্যাটিংয়ে নামে চিটাগং। একটি জীবন ফিরে পেয়েও ফর্মে থাকা নিউজিল্যান্ড ওপেনার লুক রনকি মাত্র ৩ রান করেই আউট হন। শুরুর সেই ধাক্কা দারুণভাবে সামলে সৌম্য সরকার ও বিজয় দ্বিতীয় উইকেটে ৯৫ রানের জুটি গড়েন। সৌম্য ৩৪ বলে মাত্র ৩ চারে ৩২ রান করে সাজঘরে ফেরেন। বিজয় চলতি আসরে নিজের প্রথম অর্ধশতক তুলে নিয়ে আউট হয়ে যান ৪৭ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৬২ রান করে। এরপর আফগান ক্রিকেটার নজিবুল্লাহ জাদরানের ১৬ বলে ১ চার, ২ ছক্কায় ২৪ এবং স্টুয়ান ভ্যান জাইলের ১৫ বলে ২ ছক্কায় অপরাজিত ২৩ রানের সুবাদে ৫ উইকেটে ১৬০ রানের লড়াকু সংগ্রহ পায় চিটাগং। খুলনার তরুণ পেসার আবু জায়েদ রাহী ২৬ রানে নেন ৩ উইকেট। প্রথম সাক্ষাতে ১৮ রানে হারের প্রতিশোধ নিতে নেমেছিল চিটাগং। শুরুতেই মাইকেল ক্লিঞ্জারের (১) উইকেট তুলে নিয়ে ভালভাবেই বোলিংটা শুরু করেছিল তারা। তবে দ্বিতীয় উইকেটে ৩৯ এবং পঞ্চম উইকেটে ৭০ রানের দুটি জুটিতে শেষ পর্যন্ত জয়ের দেখা পায় খুলনাই। দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান রুশো ২৬ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৪৯, মাহমুদউল্লাহ রিয়াদ ৩৫ বলে ৪ চার ও ১ ছক্কায় অপরাজিত ৪৮ এবং আরিফুল ২৪ বলে ৩ ছক্কায় ৩৪ রান করে জয় ছিনিয়ে আনেন। গত ম্যাচে হারার পর এবার ১৮.২ ওভারে ৫ উইকেটে ১৬৪ রান তুলে এ জয় পায় খুলনা। এর আগে দিনের প্রথম ম্যাচে রাজশাহী খুব সহজেই ৭ উইকেটে বিধ্বস্ত করে সিলেটকে। প্রথম দেখায় ৩৩ রানে হারের প্রতিশোধ তুলে নিয়েছে তারা। আগের ম্যাচেই হেরেছিল তারা। টস জিতে আগে ফিল্ডিংয়ে নামে রাজশাহী। সাব্বির রহমান রুম্মনের ২৬ বলে ১ চার, ৪ ছক্কায় ৪১, শ্রীলঙ্কার দানুস্কা গুনাথিলাকার ৩৭ বলে ৪ চার, ২ ছক্কায় ৪০ ও ইংল্যান্ডের টিম ব্রেসনানের ১৭ বলে অপরাজিত ২৯ রানে ৬ উইকেট হারিয়ে ২০ ওভারে ১৪৬ রান করে সিলেট। ওয়েস্ট ইন্ডিজের কেসরিক উইলিয়ামস ২ উইকেট নেন। জবাব দিতে নেমে ৩ উইকেট হারিয়ে ১৭.৩ ওভারে ১৫০ রান করে জিতে রাজশাহী। এবারের আসরে প্রথম ম্যাচ খেলতে নেমেই বাজিমাত করেন তরুণ উইকেটরক্ষক ব্যাটসম্যান জাকির হাসান। তিনি মাত্র ২৬ বলে ৪ চার ও ৩ ছক্কায় অপরাজিত ৫১ রান করে দলকে জয় এনে দেন। এছাড়া ফর্মে থাকা মুমিনুল হক ৩৬ বলে ৫ চার ও ২ ছক্কায় ৪২ ও মুশফিকুর রহীম ২০ বলে অপরাজিত ২৫ রান করেন। স্কোর॥ চিটাগং ভাইকিংস ইনিংস- ১৬০/৫; ২০ ওভার (এনামুল ৬২, সৌম্য ৩২, নজিবুল্লাহ ২৪; জায়েদ ৩/২৬)। খুলনা টাইটান্স ইনিংস- ১৬৪/৫; ১৮.২ ওভার (রুশো ৪৯, মাহমুদউল্লাহ ৪৮*, আরিফুল ৩৪; আলআমিন ১/১৪, সিকান্দার ১/২০)। ফল ॥ খুলনা টাইটান্স ৫ উইকেটে জয়ী। ম্যাচসেরা ॥ রাইলি রুশো (খুলনা টাইটান্স)। পয়েন্ট তালিকা- দল ম্যাচ জয় হার পরিত্যক্ত পয়েন্ট রানরেট ঢাকা ডায়নামাইটস ৫ ৩ ১ ১ ৭ ১.৯৭১ খুলনা টাইটান্স ৬ ৩ ২ ১ ৭ -০.১৩২ সিলেট সিক্সার্স ৭ ৩ ৩ ১ ৭ -০.৭২২ কুমিল্লা ভিক্টোরিয়ান্স ৪ ৩ ১ - ৬ ০.৯৪২ রাজশাহী কিংস ৫ ২ ৩ - ৪ -০.৩৪৪ চিটাগং ভাইকিংস ৬ ১ ৪ ১ ৩ -০.৬৩৮ রংপুর রাইডার্স ৩ ১ ২ - ২ -০.৫৩৬
×