ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পর্যটক আকর্ষণে অবাধ বিচরণক্ষেত্র গড়ে তুলতে হবে ॥ মেয়র

প্রকাশিত: ০৫:১৪, ১৭ নভেম্বর ২০১৭

পর্যটক আকর্ষণে অবাধ বিচরণক্ষেত্র গড়ে তুলতে হবে ॥ মেয়র

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ বৃহস্পতিবার শুরু হয়েছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক পর্যটন মেলা। নগরীর জিইসি মোড়ে অবস্থিত পেনিনসুলা হোটেলে এ মেলার আয়োজন করেছে দ্য বাংলাদেশ মনিটর। মেলার টাইটেল স্পন্সর ইউএস বাংলা। চট্টগ্রামে এটি নবম আয়োজন। মেলায় অংশ নিয়েছে পর্যটনের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান। এতে তুলে ধরা হচ্ছে দেশের আকর্ষণীয় পর্যটন স্পট ছাড়াও বিদেশ ভ্রমণেচ্ছু পর্যটকদের জন্য নানা অফার। পর্যটন মেলা উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে চসিক মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেন, চট্টগ্রাম অঞ্চল প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি। কিন্তু এত সৌন্দর্যের সমাহার সত্ত্বেও বাস্তবধর্মী পরিকল্পনার অভাবে পর্যটন খাতে কাক্সিক্ষত ফল আসেনি। পর্যটনকে আকর্ষণীয় করে গড়ে তুলতে দেশী-বিদেশী পর্যটকদের অবাধ বিচরণক্ষেত্র থাকা চাই। এ খাতে সরকারী সহযোগিতায় বেসরকারী বিনিয়োগ প্রয়োজন। বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের পর্যটন স্পটগুলোর সমস্যা তুলে ধরতে গিয়ে তিনি বলেন, দেশে অনাবিষ্কৃত অনেক স্পট রয়েছে, যেগুলোকে তুলে ধরতে হবে। পাশাপাশি বৃদ্ধি করতে হবে বিনোদনের সুযোগ-সুবিধা। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সিইইউ ড. মুহাম্মদ নাছির উদ্দিন, এডিশনাল ডিআইজি (ট্যুরিজম) মুহাম্মদ মুসলিম উদ্দিন, চট্টগ্রাম চেম্বারের পরিচালক অঞ্জন শেখর দাশ, ইউএস বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (মার্কেটিং সাপোর্ট এ্যান্ড পিআর) কামরুল ইসলাম। সভাপতিত্ব করেন দ্য বাংলাদেশ মনিটর সম্পাদক কাজী ওয়াহিদুল আলম। রিজেন্ট এয়ারের ডিসকাউন্ট অফার ॥ আন্তর্জাতিক পর্যটন মেলায় রিজেন্ট এয়ারওয়েজ দিয়েছে দুটি ডিসকাউন্ট অফার। এর মধ্যে প্রথমটি মেলার জন্য ১০ শতাংশ ছাড় এবং দ্বিতীয়টি সংস্থার সপ্তম বর্ষপূর্তি উপলক্ষে টিকেটের ওপর ৫০ শতাংশ পর্যন্ত ছাড়। আগ্রহীরা ১২ থেকে ৩০ নবেম্বরের মধ্যে টিকেট কেটে ১৫ জানুযারি থেকে ১৫ জুনের মধ্যে এ সাশ্রয়ী মূল্যে ভ্রমণ করতে পারবেন। এ অফারে রয়েছে বর্ষপূর্তি ছাড়ের পর সব ট্যাক্সসহ ঢাকা ও চট্টগ্রাম থেকে ব্যাংকক যাওয়া-আসার ভাড়া ১৫ হাজার ৯৯৯ টাকা, কলকাতা ৮ হাজার ৪৯৯, মাসকাট ২২ হাজার ৪৯৯ এবং দোহা ২৬ হাজার ৪৯৯ টাকা।
×