ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নান্দাইলে শহীদ দিবস

প্রকাশিত: ০৩:৪০, ১৭ নভেম্বর ২০১৭

নান্দাইলে শহীদ দিবস

সংবাদদাতা, নান্দাইল, ময়মনসিংহ, ১৬ নবেম্বর ॥ শুক্রবার নান্দাইলে শহীদ দিবস। ১৯৭১ সালের এদিনে নান্দাইল মুক্ত করার শপথে পাকবাহিনী ও রাজাকারদের বিরুদ্ধে সাড়ে ৪ ঘণ্টা সম্মুখযুদ্ধে অংশ নেন মুক্তিযোদ্ধারা। ওইদিন আব্দুল মোতালিব আকন্দ, মাঝারুল হক ফকির ও এ বি ছিদ্দিকের নেতৃত্বে নান্দাইল থানাকে পাকবাহিনী ও রাজাকারমুক্ত করতে মুক্তিযোদ্ধারা হানাদার বাহিনীর ওপর ঝাঁপিয়ে পড়েন। কিন্তু যুদ্ধের পরিকল্পনা আগেই রাজাকারদের কাছে ফাঁস হয়ে যাওয়ায় তারা পিছু হটতে বাধ্য হয়। এই যুদ্ধে দুজন মুক্তিযোদ্ধা শামছুল হক ও ইলিয়াস উদ্দিনসহ ৪ জন শহীদ হন। গুরুতর আহত হন মুক্তিযোদ্ধা বিদ্যুত প্রসাদ রায় ও সুশীল কুমার সাহা। স্বাধীনতার পক্ষের লোকজনের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। যুুদ্ধের পর পাকবাহিনী ও রাজাকাররা তৎকালীন থানা আওয়ামী লীগ সভাপতি শাহ নেওয়াজ ভূইয়া, সহসভাপতি রইছ উদ্দিন ভূইয়া, চান মিয়া ও ছুবেদ আলীকে গুলি করে হত্যা করে।
×