ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কুমিল্লা ও ঢাকার টানা তিন জয়

প্রকাশিত: ০৫:৪৮, ১৫ নভেম্বর ২০১৭

কুমিল্লা ও ঢাকার টানা তিন জয়

মিথুন আশরাফ ॥ ইনজুরি কাটিয়ে ফিরেছেন বাংলাদেশ ওপেনার, কুমিল্লা ভিক্টোরিয়ান্সের তামিম ইকবাল। দক্ষিণ আফ্রিকা সফরে ইনজুরিতে পড়া এ ব্যাটসম্যান ফেরার ম্যাচে কেমন করেন, সেদিকেই সবার দৃষ্টি ছিল। কিন্তু হতাশ করলেন তামিম। ৪ রানের বেশি করতে পারেননি। তাতে অবশ্য কুমিল্লার জয়রথ থামেনি। চিটাগং ভাইকিংসকে ৬ উইকেটে হারিয়ে টানা তিন জয় তুলে নিয়েছে কুমিল্লা। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে খুলনা টাইটান্সকে ৪ উইকেটে হারিয়ে পয়েন্ট ঢাকা। ঢাকাও টানা তিন জয় তুলে নিয়েছে। বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল টি২০) পঞ্চম আসরের ঢাকাপর্ব চলছে। দলগুলোও নিজেদের অবস্থান মজবুত করে নিচ্ছে। ১৪তম ম্যাচ শেষ হয়েছে মঙ্গলবার। সিলেট সিক্সার্সকে পেছনে ফেলে ঢাকা ডায়নামাইটস পয়েন্ট তালিকার শীর্ষস্থানে উঠে গেছে। দিনের দ্বিতীয় ম্যাচ জয়ী কুমিল্লা আছে দ্বিতীয় স্থানে। সিলেট তিন নম্বরে চলে গেছে। তিনদলেরই পয়েন্ট সমান ৬ করে। কুমিল্লা টস জিতে আগে ফিল্ডিং নেয়। বিপিএলে এখন এমন অবস্থা হয়ে গেছে টস জিতলেই ফিল্ডিং নেয়া যেন নিশ্চিত হয়ে যায়। তাতে সাফল্যও মিলছে। কুমিল্লাও সেই পথেই এগিয়ে যায়। চিটাগং ব্যাটিংয়ের সুযোগ পেয়ে ৪ উইকেট হারিয়ে ২০ ওভারে ১৩৯ রান করে। নিউজিল্যান্ডের লুক রনকি সর্বোচ্চ ৩১ রান করেন। সৌম্য সরকারের ব্যাট থেকে আসে ৩০ রান। এই রানের জবাব দিতে নেমে ৪ উইকেট হারিয়ে ১৮.১ ওভারে ১৪০ রান করে জিতে কুমিল্লা। ইমরুল কায়েস সর্বোচ্চ ৪৫ রান করেন। জস বাটলার করেন ৪৪ রান। প্রতিটি দল পরস্পরের বিপক্ষে দুইবার করে লড়াই করবে। কুমিল্লা ও চিটাগংয়ের মধ্যে সেই লড়াই শেষ। সিলেটে দুই দলের মধ্যকার লড়াইয়ে কুমিল্লা ৮ উইকেটে জিতেছিল। এবার জিতল ৬ উইকেটে। এর আগে দিনের প্রথম ম্যাচে ঢাকা ও খুলনার মধ্যকার চরম লড়াই হয়। খুলনা আগে ব্যাট করে যেভাবে এগিয়েছে। ঢাকাও ঠিক একই পথে এগিয়েছে। তবে শেষ মুহূর্তে বাজিমাত করেছে ঢাকা। কার্লোস ব্রেথওয়েটের (৬৪*) দুর্দান্ত ব্যাটিংয়ে খুলনা ৫ উইকেট হারিয়ে ২০ ওভারে ১৫৬ রান করেছে। ঢাকা ৬ উইকেট হারিয়ে ১৯.৫ ওভারে ১৫৭ রান করে ম্যাচ জিতেছে। কাইরন পোলার্ডের ৫৫ ও জহুরুল ইসলাম অমির অপরাজিত ৪৫ রানে জিতেছে ঢাকা। খুলনাকে এবারের আসরে দুই ম্যাচেই হারিয়ে দিয়েছে ঢাকা। সিলেটেও হারিয়েছে। ঢাকাতেও হারাল। তবে সিলেটে ৬৫ রানের বড় জয় পেলেও ঢাকায় প্রতিদ্বন্দ্বিতা করেই জিততে হয় ঢাকাকে। একটা সময়তো হারের শঙ্কাই জেগেছিল। শেষ ২ বলে যখন ৪ রান দরকার ছিল, তখন জিতে ঢাকা। ১ বল বাকি থাকতে জিতে। এই জয়ই ঢাকাকে পয়েন্ট তালিকার শীর্ষে তুলে দেয়। স্কোর ॥ কুমিল্লা-চিটাগং ম্যাচ চিটাগং ভাইকিংস ইনিংস ১৩৯/৪; ২০ ওভার (রনকি ৩১, সৌম্য ৩০, সিকান্দার রাজা ২০; রশিদ ১/১৭)। কুমিল্লা ভিক্টোরিয়ান্স ইনিংস ১৪০/৪; ১৮.১ ওভার (ইমরুল ৪৫, বাটলার ৪৪, লিটন ২১, স্যামুয়েলস ১৭*; সানজামুল ২/১৪)। ফল ॥ কুমিল্লা ভিক্টোরিয়ান্স ৬ উইকেটে জয়ী। ম্যাচসেরা ॥ ইমরুল কায়েস (কুমিল্লা ভিক্টোরিয়ান্স)।
×