ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

টি ইসলাম তারিক

পিএসজি ছেড়ে রিয়ালে যাচ্ছেন নেইমার

প্রকাশিত: ০৪:৩৯, ১৫ নভেম্বর ২০১৭

পিএসজি ছেড়ে রিয়ালে যাচ্ছেন নেইমার

বার্সিলোনা ছেড়ে প্যারিস সেইন্ট-জার্মেইনে (পিএসজি) যাওয়ার পরই নেইমারকে নিয়ে আরেক গুঞ্জন শোনা যায়। তখন অনেকেই বলেছিলেন, একসময় রিয়াল মাদ্রিদে চলে যাবেন ব্রাজিলিয়ান সুপারস্টার। বছরও ঘুরেনি, এখন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে জোর দিয়ে বলা হচ্ছে, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, সার্জিও রামোসদের সঙ্গী হতে যাচ্ছেন নেইমার। প্যারিসকে বলা হয় ভালবাসার নগরী। শিল্প, সাহিত্য ও সংস্কৃতির অলিখিত রাজধানী এই শহর। অথচ ভালবাসার এই নগরীতে এসেও মন ভরছে না নেইমারের! যে খেলোয়াড় কিছুদিন আগেই দুনিয়ায় হৈচৈ ফেলে ২২২ মিলিয়ন ইউরোয় প্যারিসে পা রেখেছেন, তাঁর এখানে মন টিকছে না, কথাটা কেমন যেন শোনায়। অনেকেই এসব কথাবার্তা নিছক গুজব বলে উড়িয়ে দিলেও হালেফিলে তা গুরুত্বের সঙ্গেই নিতে হচ্ছে। প্রথমে বোঝেননি। কিন্তু ইদানীং নাকি বার্সেলোনা ছেড়ে পিএসজিতে এসে রীতিমতো আফসোস করছেন নেইমার। তথ্যটি জানিয়েছেন মার্সেলো বেকলার নামের এক সাংবাদিক। ব্রাজিলীয় এই ফুটবল সাংবাদিকই প্রথম নেইমারের বার্সিলোনা ছাড়ার সংবাদ দিয়েছিলেন। তিনি জানিয়েছেন, বার্সিলোনা ছাড়া নিয়ে নেইমারের আফসোসের মাত্রা এতটাই যে তিনি ব্যাপারটি নিয়ে কথা বলেছেন সাবেক সতীর্থ জেরার্ড পিকে আর লুইস সুয়ারেজের সঙ্গে। স্পেনের অন্যতম রেডিও স্টেশন ওন্ডা সেরোকে বেকলার জানিয়েছেন, নেইমার এখনও ড্রেসিংরুমে সতীর্থদের মন জয় করতে পারেননি। তিনি বলেছেন, ‘ড্রেসিংরুমে অনেক তারকা খেলোয়াড় আছেন, যেমন- (এডিনসন) কাভানি ও (এ্যাঙ্গেল) ডি মারিয়া। নেইমারের ব্যবহার তাঁদের কাছে অদ্ভুত ঠেকেছে। নেইমার ও (উনাই) এমেরির সম্পর্কেও রয়েছে দূরত্ব। এরপরও পিএসজি আশাবাদী, নেইমারের দল ছাড়ার আগে অন্য কাউকে দল ছাড়তে হবে।’ ভবিষ্যতে কোন একদিন হয়ত দল ছাড়বেন নেইমার। বেকলার মনে করেন, নেইমারের রিয়ালে যাওয়াও অসম্ভব কিছু নয়। তিনি বলেছেন, ‘বার্সিলোনায় ফিরে যাওয়ার চেয়ে তাঁর জন্য রিয়ালে যাওয়া সহজ। সে (নেইমার) এটাকে পেশাদারি দৃষ্টিকোণ থেকেই দেখে।’ তবে বেকলার একটা বিষয় পরিষ্কার করে দিয়েছেন, তিনি অনেক কিছুই বলেছেন ধারণা থেকে। অনেক তথ্যেরই সত্যতা নিশ্চিত করা যায়নি। জাপানের বিপক্ষে ৩-১ গোলে জয়ের ম্যাচে অবদান রেখেছেন নেইমার। সংবাদ সম্মেলনে কোচ ও ক্লাবের সঙ্গে তাঁর কোন ঝামেলা নেই বলে ঘোষণা দিতে গিয়ে কেঁদেছেন তিনি। আগামী বছরের ট্রান্সফার মার্কেট নিয়ে এখনই পরিকল্পনা সাজাতে শুরু করেছে রিয়াল মাদ্রিদ। সান্টিয়াগো বার্নাব্যুতে তারকা খেলোয়াড়দের আনতে ২০০ মিলিয়ন ইউরো খরচ করতে প্রস্তুত জিনেদিন জিদানের দল। এমনটাই দাবি করেছে স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা। আগামী জানুয়ারির ট্রান্সফার মার্কেটে নতুন কোন খেলোয়াড় কেনার পরিকল্পনা নেই রিয়াল মাদ্রিদ। কেননা, জানুয়ারি থেকেই ব্রাজিলের তরুণ উদীয়মান তারকা ভিনিসিয়াস জুনিয়রকে পাচ্ছে লস ব্লাঙ্কোসরা। অবশ্য ইনজুরি পরিস্থিতি রিয়ালকে নতুন করে ভাবতে বাধ্য করতে পারে। রিয়াল মাদ্রিদ স্কোয়াডের খেলোয়াড়দের মুভমেন্ট পর্যবেক্ষণ করছে এবং ট্রান্সফার মার্কেটও পর্যালোচনা করছে। সঠিক সময়েই রোনাল্ডো এ্যান্ড কোংয়ের সঙ্গে ২০১৮-১৯ মৌসুমে বেশ কিছু তারকা খেলোয়াড়কে সংযোজন করার ইচ্ছা রয়েছে লা লিগার গত আসরের চ্যাম্পিয়নদের। সবকিছু পর্যালোচনা করে রিয়াল একটি পরিষ্কার অবস্থানে পৌঁছেছে বলে দাবি মার্কার। দলের নম্বর ওয়ান টার্গেট ছাড়া অন্য কোন খেলোয়াড়ের জন্যই ১৫০ মিলিয়ন ইউরো খরচ করতে রাজি নয় রিয়াল মাদ্রিদ। তবে বিশ্বের সেরা খেলোয়াড়দের মধ্য হতে কাউকে দলে ভেড়ানোর ক্ষেত্রে খরচ করতে আপত্তি নেই লস ব্লাঙ্কোসদের। এছাড়া বিশ্বের নানা প্রান্ত থেকে তরুণ খেলোয়াড়দের দলে ভেড়ানোর চেষ্টাও অব্যাহত রাখবে রিয়াল; ঠিক যেমনটা ভিনিসিয়াসকে দলভুক্ত করার ক্ষেত্রে করেছে দলটি। গত মৌসুমে রিয়াল মাদ্রিদ হালের অন্যতম সেরা তরুণ উদীয়মান তারকা কিলিয়ান এমবাপের জন্য মোটা অঙ্কের অর্থ খরচ করতে রাজি ছিল। এমবাপে নিজেও রিয়ালে যোগ দিতে চেয়েছিলেন। তবে এই ফরাসী তারকার পরিবার অর্থনৈতিক এবং অন্যান্য কারণে সেই চুক্তিতে রাজি হননি। এমবাপেকে দলে টানতে ব্যর্থ হওয়ার পর বার্সেলোনার সাবেক তারকা নেইমারের প্রতি মনোযোগ দিয়েছে রিয়াল মাদ্রিদ। ব্রাজিলিয়ান তারকার ঠিকানা এখন প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। তবে ২০১৯-২০২০ মৌসুমে নেইমারকে দলে ভেড়ানোর পরিকল্পনা আঁকতে শুরু করেছে রিয়াল। বিশ্বের অন্যতম সেরা এবং প্রতিভাবান খেলোয়াড়দের দলে ভেড়ানোর জন্য রিয়াল মাদ্রিদের অর্থ ভা-ারের কোন ঘাটতি নেই। সান্টিয়াগো বার্নাব্যুতে রিয়াল যাদের আনার চিন্তাভাবনা করছে নিশ্চিতভাবে নেইমার তাদের মধ্যে অন্যতম। লস ব্লাঙ্কোসদের পরিকল্পনাই হলো বিশ্বের সেরা খেলোয়াড়দের পেছনে ইনভেস্ট করা এবং পরে তা থেকে লাভবান হওয়া। তবে ২২২ মিলিয়ন ইউরোতে পিএসজিতে যোগ দেয়ায় নেইমারকে পাওয়া রিয়ালের জন্য সহজ হবে না। অবশ্য তারপরও এই ব্রাজিলিয়ান সেনসেশনকে ২০১৯-২০২০ মৌসুমে পেতে ২০০ মিলিয়ন ইউরো রেখে দিয়েছে রিয়াল। পিএসজিতে সুখে আছেন বলে বারবার দাবি করে আসছেন নেইমার। প্যারিসের ক্লাবটির হয়ে সাফল্যের মুকুট পরতে চান বলে জানিয়েছেন ব্রাজিলিয়ান তারকা। তবে নেইমার ইতোমধ্যেই জেনে গেছেন, তিনি যা চাইছেন পিএসজির হয়ে সেটি অর্জন করা খুব একটা সহজ হবে না। সেক্ষেত্রে ভবিষ্যতে বার্সেলোনার সাবেক তারকা রিয়ালকে নতুন ঠিকানা হিসেবে বেছে নিলে অবাক হওয়ার কিছুই থাকবে না।
×