ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

জেএসসি পরীক্ষা দেওয়া হলো না শাওনের

প্রকাশিত: ২২:৪৬, ১২ নভেম্বর ২০১৭

জেএসসি পরীক্ষা দেওয়া হলো না শাওনের

নিজস্ব সংবাদদাতা, নাটোর ॥ জেএসসি পরীক্ষা দেওয়া হলো না শাওনের(১৩)। তার আগেই না ফেরার দেশে চলে যেতে হল তাকে। সকালে পরীক্ষা দিতে যাওয়ার সময় সড়ক দূর্ঘটনার কবলে পড়ে বাবা-মায়ের কোল খালি করে, তাদের স্বপ্নকে ছিন্নভিন্ন করে দিয়ে অকালে বিদায় নিতে হল এই পৃথিবী থেকে। নাটোরের সিংড়া উপজেলার শেরকোল ইউনিয়নের গোপেন্দ্রনগর এলাকায় আজ রবিবার সকাল ৯টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কে এই মর্মান্তিক দূর্ঘটনা ঘটে। নিহত শাওন উপজেলার লালোর ইউনিয়নের ডাক মন্ডব গ্রামের জয়েন উদ্দিনের ছেলে এবং একই ইউয়িনের হামিরঘোষ উচ্চ বিদ্যালয়ের ছাত্র। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শাওন অন্য দুই সহপাঠীর সাথে সকালে অটোভ্যানযোগে সিংড়া উপজেলার দমদমা উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে জেএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছিল। কিন্তু অটোভ্যানটির গতিবেগ বেশি হওয়ায় উপজেলার শেরকোল ইউনিয়নের গোপেন্দ্রনগর এলাকায় পৌছালে হঠ্যাৎ অটো-ভ্যানটি উল্টে রাস্তার পাশে নদীতে পড়ে যায়। এসময় নদীর পানি থেকে অন্য দ্ইুসহপাঠি উঠে আসতে সক্ষম হলেও শাওন উঠে আসতে পারেনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শাওনের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
×