ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মিঠামইনে দুই পক্ষের সংঘর্ষ ॥ নিহত ৫

প্রকাশিত: ০০:১৫, ৯ নভেম্বর ২০১৭

মিঠামইনে দুই পক্ষের সংঘর্ষ ॥ নিহত ৫

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ ॥ জেলার হাওড় অধ্যুষিত মিঠামইনে আধিপত্য বিস্তার ও জলমহালে পাটিবাঁধ নির্মাণকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে বল্লমের আঘাতে একই পরিবারের ৩ সহোদরসহ ৫ জন ঘটনাস্থলেই নিহত হয়েছে। এ সময় সংঘর্ষে দু’পক্ষের অন্তত আরো ৩০ জন আহত হয়েছে। নিহতরা হলো-উপজেলার ঢাকী চারিগ্রাম খাসটিয়া গ্রামের আবদুল আজিজের ছেলে ফরদিস মিয়া (৫৫), মাখন মিয়া (৪২) ও মাসুম মিয়া (৩৫) এবং একই এলাকার প্রতিপক্ষের সুজন মিয়ার ছেলে রাজীব মিয়া (২৮) ও আইয়ুব আলীর ছেলে মুকুল মিয়া (২৮)। আজ বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে মিঠামইন উপজেলার ঢাকী ইউনিয়নের চারিগ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় একাধিক সূত্র জানায়, এলাকায় আধিপত্য বিস্তার ও মুক্ত জলাশয়ে মাছ ধরাকে কেন্দ্র করে চারিগ্রাম খাসটিয়া গ্রামের সোলেমান এবং মারুফ গ্রুপের সঙ্গে একই এলাকার পল্ল¬ব গ্রুপ ও মাসুম গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে বৃহস্পতিবার দুপুরে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। একপর্যায়ে প্রতিপক্ষের বল্লমের আঘাতে ঘটনাস্থলেই মারা যায় চারিগ্রাম খাসটিয়া গ্রামের আবদুল আজিজের তিন ছেলে মাসুম, মাখন ও ফরদিস এবং একই এলাকার প্রতিপক্ষের সুজন মিয়ার ছেলে রাজীব মিয়া (২৮) ও আইয়ুব আলীর ছেলে মুকুল মিয়া (২৮)। এ সময় সংঘর্ষে দু’পক্ষের অন্তত আরো ৩০ জন আহত হয়েছে বলে জানা গেছে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। মিঠামইনের ইউএনও তাসলিমা আহমেদ পলি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আধিপত্য বিস্তার ও মুক্ত জলাশয়ে মাছ ধরাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘটনাস্থল দুর্গম হাওড়ে হওয়ায় সংঘর্ষে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। তবে প্রাথমিকভাবে একই পরিবারের ৩ জনসহ ৫ জন নিহতের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। মিঠামইন থানার অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসেন জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখাসহ ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে বলে জানা গেছে।
×