ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ডাক্তারের বিরদ্ধে গ্রেফতারী পরোয়ানা

প্রকাশিত: ০১:৩৯, ৬ নভেম্বর ২০১৭

ডাক্তারের বিরদ্ধে গ্রেফতারী পরোয়ানা

স্টাফ রিপোর্টার ॥ সন্তান প্রসবের সময় এক নারীর পেটে গজ রেখে অপারেশন শেষ করা অপারেশনকারী ডাক্তারের সার্টিফিকেট ভুয়া প্রমাণিত হওয়ায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন হাইকোর্ট। আগামী ১৫ নবেম্বরের মধ্যে তাকে গ্রেপ্তার করে আদালতে হাজির করতে বলা হয়েছে। সোমবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ এ পরোয়ানা জারি করেন। আদালতে পটুয়াখালীর সিভিল সার্জনের পক্ষে দাখিল করা প্রতিবেদনে ডাক্তার নামধারী রাজন দাসের সার্টিফিকেট ভুয়া প্রমাণিত হয়। এর আগে ২৩ জুলাই পটুয়াখালীর সিভিল সার্জন ও বরিশাল মেডিক্যালের গাইনি বিভাগের প্রধানসহ তিনজনকে তলব করেন হাইকোর্ট। এ ছাড়া পটুয়াখালীর বাউফলের নিরাময় ক্লিনিকের মালিককে হাজির হতে বলা হয়।
×