ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আমরা কারো চেয়ে কম নই ॥ জয়

প্রকাশিত: ০৪:০৭, ২৩ অক্টোবর ২০১৭

আমরা কারো চেয়ে কম নই ॥ জয়

অনলাইন রিপোর্টার ॥ প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, পদ্ম সেতু নিয়ে কম ষড়যন্ত্র হয়নি। বিশ্বব্যাংক সহযোগিতার কথা বললেও পরে তারা সরে গেছে। সব ষড়যন্ত্র মোকাবেলা করে আমরা পদ্মা সেতু নির্মাণ করে যাচ্ছি। আমরা কারো চেয়ে কম নই। বিদেশের সঙ্গে আমরা সমানে সমান। সোমবার বিকেলে রাজধানীর একটি হোটেলে সুচিন্তা ফাউন্ডেশনের আয়োজনে 'রাজনীতিতে সত্য-মিথ্যা: পদ্মা সেতুর অভিজ্ঞতা' শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সজীব ওয়াজেদ জয় বলেন, বিশ্বব্যাংকের শীর্ষ পর্যায় থেকে আমাদের জানানো হয়েছে ড. ইউনূস হিলারি ক্লিনটনকে অনুরোধ করেন বিশ্বব্যাংক যেন বাংলাদেশকে শাস্তি দেয়। ফলে বিশ্বব্যাংক পদ্মা সেতু থেকে সরে গেছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাথা নত করেননি। আমেরিকান অ্যাম্বেসির একজন প্রতিনিধি আমাকে হাসতে-হাসতে দুইবার ট্যাক্স নিয়ে হুমকি দিয়েছিলেন, বলেছিলেন তোমার ট্যাক্সের অডিট হতে পারে। আমিও হাসতে হাসতে উড়িয়ে দিয়েছিলাম। কারণ সৎ মানুষের ভয় কিসের, সৎ থাকলে আত্মবিশ্বাস বেশি থাকে। সৎ থাকার সুবিধা হচ্ছে কাউকে ভয় করতে হয় না। সব ষড়যন্ত্র মোকাবেলা করে পদ্মা সেতু আজ দৃশ্যমান, সত্য-মিথ্যা যাচাইয়ের জন্য বিদেশিদের সার্টিফিকেট প্রয়োজন নেই বলেও জানান তিনি। জয় বলেন, ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। অতএব আমরা কোনো অংশে কম নই, কোনো দিকে থেকে কম নই। দেশের উপর আস্থা ও ভরসা রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, নিজের দেশের ওপর আত্মবিশ্বাস কখনো হারাবেন না। অনুষ্ঠানে বক্তব্য রাখেন- অধ্যাপক ড. আনিসুজ্জামান, অধ্যাপক ফরাসউদ্দিন, সুচিন্তা ফাউন্ডেশনের চেয়ারপারসন অধ্যাপক এ আরাফাত প্রমুখ।
×