ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

শেরপুরে বিস্ফোরক মামলার প্রধান নব্য জেএমবি জঙ্গী গ্রেফতার

প্রকাশিত: ০৭:৫০, ২৩ অক্টোবর ২০১৭

শেরপুরে বিস্ফোরক মামলার প্রধান নব্য জেএমবি জঙ্গী গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ২২ অক্টোবর ॥ শেরপুরের নকলায় জঙ্গীদের গোডাউন থেকে বিপুল বিস্ফোরক উদ্ধারের মামলায় ১৭ দিন পর পুলিশের হাতে গ্রেফতার হয়েছে প্রধান আসামি আবুল কাশেম (২২)। রবিবার দুপুরে টাঙ্গাইলের কালিহাতির এলেঙ্গা বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেফতার করা হয়। সে নব্য জেএমবির সক্রিয় সদস্য এবং তার সাংগঠনিক নাম আবু মোসাব। সোমবার সাতদিনের পুলিশ রিমান্ডের আবেদনসহ আটক আবুল কাশেমকে আদালতে সোপর্দ করা হবে। রবিবার রাত নয়টায় পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। গত ৫ অক্টোবর রাতে নকলার চন্দ্রকোনা বাজারে জঙ্গীদের বিস্ফোরক তৈরির রাসায়নিক পদার্থের গোডাউনের সন্ধান পায় পুলিশ। ওই ঘটনায় গোডাউনের ভাড়াটে আবুল কাশেম (২২) ও ফয়েজ উদ্দিন (৩৩) এবং মালিক মিনারা বেগমসহ (৩২) কয়েক জঙ্গীকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়।
×