ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে ‘হামকা গ্রুপ’প্রধান মিলন গ্রেফতার

প্রকাশিত: ০৩:৪৯, ২৩ অক্টোবর ২০১৭

চট্টগ্রামে ‘হামকা গ্রুপ’প্রধান মিলন গ্রেফতার

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নগরীর দুর্ধর্ষ ছিনতাইকারী চক্র ‘হামকা গ্রুপ’-এর প্রধান ১৯ মামলার আসামি গোলাম সরোয়ার মিলনকে (৩৬) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাত দেড়টার দিকে একটি জুয়ার আসর থেকে বের হয়ে বাসায় ফেরার পথে ধরা পড়ে এ ছিনতাইকারী। তার কাছ থেকে উদ্ধার করা হয় একটি একনলা বন্দুক ও পাঁচ রাউন্ড কার্তুজ। ডবলমুরিং থানা পুলিশ জানায়, নগরজুড়ে ছিনতাই কর্মকান্ডের সঙ্গে সংশ্লিষ্ট হামকা বাহিনীর প্রধান ছিল এই গোলাম সরোয়ার মিলন। শুধু তাই নয়, অনেক খুনের সঙ্গেও এই বাহিনীর সংশ্লিষ্টতা রয়েছে। নর্দান ভার্সিটিতে সেমিনার বিশ্ব ওজোন দিবস-২০১৭ উপলক্ষে সম্প্রতি নর্দান ইউনিভার্সিটি এনভায়রনমেন্ট ক্লাব ‘কার্বন রিডাকশন ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট’ শিরোনামে এক সেমিনারের আয়োজন করে। ইউনিভার্সিটির অডিটরিয়ামে এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন শিক্ষাবিদ ও নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন এনএসএসবির চেয়ারম্যান মিজানুর রহমান ভূঁইয়া। সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন যথাক্রমে নর্দান ইউনিভার্সিটি এনভায়রনমেন্ট ক্লাবের প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক ড. মোঃ একরামুল ইসলাম ও যুক্তরাজ্যের মাস্টার মেরিনার ক্যাপ্টেন কাওসার মোস্তফা। প্রবন্ধকারদ্বয় বিশ্ব পরিবেশের ওপর বর্ধিষ্ণু হারে কার্বন উৎপাদনের ফলে পরিবেশগত বিপর্যয় ও কার্বন উৎপাদন কিভাবে কমিয়ে আনা সম্ভব হবে এ বিষয়ে আলোকপাত করে নিজেদের প্রবন্ধ উপস্থাপন করেন। প্রধান অতিথির বক্তব্যে ড. আনোয়ার হোসেন বলেন, শিল্পায়ন ও অর্থনৈতিক উন্নয়নের দোহাই দিয়ে উন্নত বিশ্ব অবিরত কার্বন উৎপাদন করে চলেছে। বর্ধিষ্ণু এ কার্বন বিশ্ব পরিবেশকে বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে। -বিজ্ঞপ্তি
×