ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

নরসিংদীতে সম্পত্তি নিয়ে বিরোধের জের ॥ গৃহবধূ এসিডে আক্রান্ত

প্রকাশিত: ০০:১৫, ২০ অক্টোবর ২০১৭

নরসিংদীতে সম্পত্তি নিয়ে বিরোধের জের ॥ গৃহবধূ এসিডে আক্রান্ত

স্টাফ রিপোর্টার, নরসিংদী ॥ পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধের জের হিসেবে চাচির হাতে এসিড আক্রান্তের শিকার হয়েছে শারমিন সুলতানা (২৮) নামে এক গৃহবধূ। শিবপুর উপজেলা দত্তেরগাঁও গ্রামে বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। জানা গেছে, ওই গ্রামের মুক্তিযোদ্ধা মৃত সিরাজ উদ্দিনের মেয়ে শারমিন সুলতানার সাথে তার চাচা বেদার উদ্দিনের সম্পত্তি নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিল। এ নিয়ে শুক্রবার শালিস দরবারে বসার কথা জানাতে শারমিন তার চাচার বাড়িতে গিয়েছিল। এ সময় চাচি ফরিদা ইয়াসমিন ঘর থেকে একটি বোতল ভর্তি এসিড এনে শারমিন সুলতানার শরীরে নিক্ষেপ করে। এতে তার সারা শরীর ঝলসে যায়। পরে এসিড আক্রান্ত স্বামী মাসুদ রানা রাতে তাকে নরসিংদী সদর হাসপাতালে এনে ভর্তি করে। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মুমূর্ষ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে। শিবপুর থানার ওসি সৈয়দুজ্জামান জানান, এ ব্যাপারে শুক্রবার বিকেল পর্যন্ত থানায় কোন মামলা দায়ের হয়নি।
×