ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ফেনীতে কয়েন গ্রহন করছেনা কোন ব্যংক

প্রকাশিত: ২০:৩৪, ২০ অক্টোবর ২০১৭

ফেনীতে কয়েন গ্রহন করছেনা কোন ব্যংক

নিজস্ব সংবাদদাতা, ফেনী ॥ বাজারে প্রচলিত ধাতব মুদ্রা বা কয়েনের চাপে ক্ষুদ্র ও মাঝারী ধরনের ব্যবসায়ীরা আর্থিক সংকটের সস্মুখীন হয়ে নিয়মিত বব্যবসা চালিয়ে যেতে হিমসীম খাচ্ছেন । জমে যাওয়া এসব কয়েন কোন ব্যংক, বড় কোন ব্যবসা প্রতিষ্ঠানে মালামাল কিনতে গেলেও কয়েন গ্রহন করেছেনা, তাদের ফিরিয়ে দেয়া হচ্ছে। এতে করে দীঘদিন ধরে আটকে থাকা কয়েনের কারনে তারা আথিকভাবে ক্ষতিগ্রস্থ হয়ে পুজি হারিয়ে ব্যবসা বন্ধ করে দিতে যাচ্ছে। বাজারে সরকার অনুমদিত ১ ও ৫ টাকার কয়েন বা ধাতব মুদ্রা চালু রয়েছে। ফুটপাতের দোকান, হোটেল, মুদিদোকান, ফেরী ওয়ালাদের ক্রেতারা বিক্রেতা বা দোকানীকে ৫ টাকার কয়েন দিয়ে মূল্য পরিশোধ করে যাচ্ছেন। কিন্তু সারা দিনের ১ টা ২টা করে কয়েন জমা হয়ে দিনের শেষে কয়েন জমার পরিমান মোটা অংকের টাকার হিসাবে দাড়াচ্ছে। এই কয়েন মুল্যমানের টাকা পরের দিন বড় দোকানী বা পাইকারী দোকান মালিকরা বোঝা মনে করে আর গ্রহন করছেননা। ফলে সল্প পুজির দোকনী বা ব্যবসায়ীরা আথিক সংকটের সম্মুখীন হচ্ছে। ব্যংক কমর্কর্তারা বলছেন সোনালী ব্যংক বা বংলাদেশ ব্যংক থেকে কয়েন বাজারে দেয়ার জন্য নিদেশ দেয়া হচ্ছে। কিন্তু ব্যবসায়ীরা তাদের আগের জমানো কয়েন শেষ করতে পারছেনা , তাই নুতন ভাবে কয়েন নিকে অপারগতা জানাচ্ছে। এছাড়া বাজার থেকে ব্যসায়ীরা ব্যংকে যে পরিমান কয়েন নিয়ে আসেন সে পরিমান কয়েন গুনে জমা নেয়ার মত জনবল ব্যংকের নেই। তাই ব্যংকগুলো ব্যবসায়ীদরে কাছ থেকে কয়েন গ্রহন করতে অপরগতা জানাচ্ছে। অপর দিকে বিভিন্ন ব্যংকের শাখাগুলো ১০০ টাকার নোট ছাড়া ২ টাকা, ৫ টাকা, ১০ টাকা, ২০ টাকার ছোট নোট ব্যবসায়ীদের কাছ থেকে নিতে চাচ্ছেননা। সকল ব্যাংকের গাইড বা অভিবাবক সোনালী ব্যাংক ফেনী প্রধান শাখা জনবলের অভাব দেখিয়ে ব্যবসায়ী এবং অনন্যা ব্যংকগুলি থেকে ১০০ টাকার নোট ছাড়া ২ টাকা, ৫ টাকা, ১০ টাকা, ২০ টাকা নোট জমা হিসাবে গ্রহন করতে অপারগতা জানাচ্ছেন বলে জানিয়েছেন অনেক ব্যাংক কর্মকর্তা। বাজারে প্রচলিত কয়েন ও ছোট অংকের টকার কাগজের নোট গুলি লেনদেনে পদক্ষেপ গ্রহন করার জন্য সকল আথিক প্রতিষ্ঠানেকে নির্দেশ প্রদানের দাবি জানিয়েছেন ব্যবসায়ী সহ সাধার মানুষ।।
×