ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে বিশ্ব জনমত সৃষ্টি করুন ॥ রাব্বী

প্রকাশিত: ০৭:৫০, ১৭ অক্টোবর ২০১৭

রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে বিশ্ব জনমত সৃষ্টি করুন ॥  রাব্বী

ডেপুটি স্পীকার মোঃ ফজলে রাব্বী মিয়া বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারকে কার্যকরী পদক্ষেপ গ্রহণে আন্তর্জাতিকভাবে বিশ্ব জনমত সৃষ্টি করতে আইপিইউভুক্ত দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। সোমবার সকালে রাশিয়ার সেন্টপিটার্সবুর্গে চলমান ইন্টারপার্লামেন্টারি ইউনিয়নের আইপিইউ ১৩৭তম সম্মেলনে ‘মিয়ানমারে মানবিক সঙ্কট এবং রোহিঙ্গাদের ওপর নির্যাতন নিরসনের প্রচেষ্টা বৃদ্ধি’ বিষয়ে ইমারজেন্সি আইটেম হিসেবে অনুষ্ঠিত সাধারণ আলোচনায় অংশ নিয়ে ডেপুটি স্পীকার এ আহ্বান জানান। সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। খবর বাসস’র। এর আগে রবিবার বাংলাদেশ প্রতিনিধি দলের প্রধান মোঃ ফজলে রাব্বী মিয়া বিষয়টি সাধারণ আলোচনায় রোহিঙ্গা ইস্যুটিকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব উত্থাপন করলে ভোটাভুটিতে সর্বসম্মতিক্রমে তা গৃহীত হয়। আইপিইউ সম্মেলনের সোমবারের সাধারণ আলোচনায় মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের বিষয়টি বাংলাদেশ প্রতিনিধি দলের নেতা জোরালোভাবে তুলে ধরেন। ডেপুটি স্পীকার বঙ্গবন্ধুর উদ্ধৃতি উল্লেখ করে বলেন, চার দশক আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, ‘বাঙালী জাতি এমন একটি বৈশ্বিক কাঠামো উপহার দিতে চায় যেখানে সব মানুষ শান্তিতে সহাবস্থান করবে। থাকবে না কোন বৈষম্য, শোষণ বঞ্চনা, থাকবে না কোন অনাহার দারিদ্র্য। থাকবে শুধু সামাজিক সাম্যাবস্থা।’ বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছেন। তিনি তার মানবিক উদারতার কারণে আজ বিশ্বব্যাপী ‘মাদার অব হিউম্যানিটি’ হিসেবে স্বীকৃত হয়েছেন।
×