ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

শেখ রাসেল মিনি স্টেডিয়াম ভেঙ্গে দিল এলাকাবাসী

প্রকাশিত: ০৪:৫৪, ১৭ অক্টোবর ২০১৭

শেখ রাসেল মিনি স্টেডিয়াম ভেঙ্গে দিল এলাকাবাসী

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ১৬ অক্টোবর ॥ বদলগাছী উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে নিয়মবহির্ভূতভাবে নিম্নমানের বসার স্থান তৈরি করায় স্থানীয় বিক্ষুব্ধ লোকজন তা ভেঙ্গে দিয়েছে। নিয়মানুযায়ী ১৫ ইঞ্চি মাটির নিচ থেকে ২টি রড দিয়ে মাটির ওপর ১০ ইঞ্চি পর্যন্ত ঢালাই করে বেঞ্চের দুটি পায়া (খুঁটি) তৈরির পর স্লাব বসানোর কথা। কিন্তু ঠিকাদারের লোকজন ক্রীড়া সংস্থার লোকজনকে না জানিয়ে ১ ইঞ্চি মাটির নিচ থেকে রডবিহীন অবস্থায় ইটের গাঁথুনি দিয়ে ৩৫টি বেঞ্চের দুটি করে পায়া তৈরি করে বলে বদলগাছী উপজেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ শ্রী রজত গোস্বামী জানান। এতে বিক্ষুব্ধ এলাকাবাসী এই নিম্নমানের কাজটি ভেঙ্গে দেয়। ঠিকাদারের ম্যানেজার ঘটনার সত্যতা স্বীকার করেন। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) সুজিত দেবনাথ ঘটনাটির সত্যতা স্বীকার করে বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। চলমান প্রকল্পটি নির্মাণে কত বরাদ্দ এবং কি কাজ সিডিউলে আছে তা কেউ বলতে পারছেন না। আসলে সিডিউল মোতাবেক কাজ হচ্ছে কিনা তাও দেখার কেউ নেই।
×