ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জিনিস পত্রের দাম কমানোর দাবিতে ঠাকুরগাঁওয়ে মানব বন্ধন

প্রকাশিত: ০১:১৫, ১০ অক্টোবর ২০১৭

জিনিস পত্রের দাম কমানোর দাবিতে  ঠাকুরগাঁওয়ে মানব বন্ধন

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও ॥ চাল-ডাল-আটা-তেল সহ নিত্য প্রয়োজনীয় জিনিস পত্রের দাম কমানো এবং নিম্ন আয়ের মানুষের জন্য আর্মি রেটে রেশন চালুর দাবিতে আজ মঙ্গলবার ঠাকুরগাঁওয়ে মানব Ÿন্ধন ও সমাবেশ করেছে খাদ্য অধিকার আন্দোলন জেলা কমিটি । দুপুরে ঠাকুরগাঁও রেল স্টেশন বাজার এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে সর্বস্তরের লোকজন অংশগ্রহণে করে। ঘন্টাব্যাপী কর্মসূচি চলাকালে সিদ্দিক আলির সভাপতিত্বে বক্তব্য রাখেন বাসদ ( মার্কসবাদী) জেলা সমন্বয়ক মাহাবুব আলম রুবেল, শ্রমিক নেতা শাহাজাহান আলি, লাবু, বেলাল, মোস্তাক, ভুট্টু,খালেক প্রমূখ । এসময় বক্তারা বলেন, গত ২০ দিনে চালের দাম কেজি প্রতি ১০-১৫ টাকা বাড়লেও কমেছে মাত্র ৩-৪ টাকা যা স্বল্প আয়ের মানুষদের চরম দুর্দশার দিকে ঠেলে দিয়েছে। চালের সাথে পাল্লা দিয়ে বাড়ছে আটা-তেলসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম, ৩০ টাকা কেজির নিচে কোন সবজি বাজারে নেই, একজন নিম্ন আয়ের মানুষ দৈনিক যা আয় করে তার পুরোটাই এখন তাকে খাদ্য কিনতেই খরচ করতে হচ্ছে, সন্তানের পড়ালেখা, চিকিৎসা অনিশ্চিত হয়ে পড়েছে। যে ওএমএস চালের দাম ১৫ টাকা ছিল তাও বাড়িয়ে ৩০ টাকা করা হয়েছে ব্যবসায়ীদের মত সরকারও গরিব মানুষের উপর মূল্য বৃদ্ধি চাপিয়ে দিচ্ছে আবার পরিমাণেও কম দেয়া হচ্ছে । এর আগে যেখানে দৈনিক এক টন চাল বরাদ্দ ছিল এখন ২৫০ কেজি যা মাত্র ৮৩ টি পরিবার পেতে পারে। বক্তারা আরও বলেন, সরকার দাম কমানোর নানান উদ্যোগ নিলেও বাজারে তার প্রভাব নেই বললেই চলে। সমাবেশ থেকে সরকারি উদ্যোগে চালের মজুদ বাড়ানো, বাজার মনিটরিং করা ও স্বল্প আয়ের মানুষের জন্য আর্মি রেটে রেশন চালুর দাবি জানানো হয়।
×