ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আফগানিস্তান যুব ক্রিকেট দল সিলেটে

প্রকাশিত: ০৬:১৪, ২৬ সেপ্টেম্বর ২০১৭

আফগানিস্তান যুব ক্রিকেট দল সিলেটে

স্পোর্টস রিপোর্টার ॥ পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে সোমবার রাতেই বাংলাদেশ সফরে এসেছে আফগানিস্তান অনুর্ধ-১৯ ক্রিকেট দল। রাতটা রাজধানী ঢাকায় অবস্থান করলেও আজ সকালেই সিরিজের ভেন্যু সিলেট শহরে রওনা হবে তারা। সিরিজের শেষ ওয়ানডে ৭ অক্টোবর মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হওয়ার কথা থাকলেও সেটা পরিবর্তন করে সিলেটেই ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে। সেখানে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামেই ৫ ম্যাচ আয়োজিত হবে। উল্লেখ্য, সিরিজি শুরু হবে ২৮ সেপ্টেম্বর প্রথম ওয়ানডে দিয়ে। পরিবর্তিত সূচী অনুসারে যেহেতু শেষ ওয়ানডের ভেন্যু পাল্টাতে হবে না তাই চতুর্থ ও পঞ্চম ম্যাচের মধ্যকার বিরতি একদিন কমিয়ে এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফলে ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ৭ অক্টোবরের পরিবর্তে ৬ অক্টোবর। ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া সিরিজের বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে একদিন করে বিরতির পর পর। ৩০ সেপ্টেম্বর এবং ২, ৪ ও ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম ওয়ানডে। সোমবার রাতে ঢাকায় পৌঁছার পর আফগান যুবারা সরাসরি হোটেলে চলে যায়। আজই সিলেটে যাওয়ার কথা রয়েছে দলটির। প্রথম ম্যাচ শুরুর আগে বুধবার একটা দিনই অনুশীলন করার সুযোগ পাবে তারা। আফগান যুব ক্রিকেট দলের কোচ হিসেবে দায়িত্বে আছেন এ্যান্ডি মোলস। ইতোমধ্যেই বাংলাদেশের স্বাগতিক যুবারা সিলেটে অনুশীলন চালিয়ে যাচ্ছে। তারা অপেক্ষায় আছে সফরকারীদের জন্য। আফগানিস্তান অনুর্ধ ১৯ দল ॥ নাভিদ ওবাইদ, ইব্রাহিম জাদরান, রহমানুল্লাহ গুরবাজ, দারওয়াইশ আব্দুল রসুল, পারওয়াইজ মালিকজাই, তারিক স্টানিকজাই, ইকরাম আলী খেল, নিসারুল হক ওয়াহদাত, ইমরান মোহাম্মাদী, শামস উর রহমান, মুজিব উর রহমান, ইউসুফ জাযাই, ওয়াফাদার মোমান্দ, কাইস আহমদ কামাওয়াল, নভীন উল হক মুরাদ ও আজমতউল্লাহ ওমরজাই।
×